মাদক ব্যবসা নিয়ে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ
নিহত অটোরিকশা চালকের পেটে বিদ্ধ হয় ১৫টি গুলি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প বহু বছর ধরেই মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত। রাজধানীর যে কয়টি স্পটে প্রকাশ্যে মাদক বিক্রি করা হয়, জেনেভা ক্যাম্প এর মধ্যে অন্যতম। মাদক কারবারিরা বিভিন্ন গ্রুপ তৈরি করে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার ক্যাম্পটিতে অভিযান চালালেও মাদকের হাট নির্মূল হয়নি। অভিযান শেষে আবারো রমরমা হয়ে উঠে সবকিছু। আবারো মাদক কেনার লাইন শুরু হয় ক্যাম্পটিতে। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী কারবারিদের তথ্য পেয়েও নিজেদের নিরাপত্তার কথা ভেবে সেখানে অভিযানে যেতে চায় না। ফলে কিছুতেই লাগাম টানা যায় না এই মাদক সিন্ডিকেটের। এদিকে মাদক বিক্রির সুবিধাজনক স্পট হওয়ায় এই কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধও চরমে। প্রায়ই সংঘর্ষে জড়ায় বিভিন্ন গ্রুপের সদস্যরা।
এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসার অধিপত্য নিয়ে সম্প্রতি উত্তেজনা চলছিল দুটি গ্রুপের মধ্যে। গতকাল বুধবার সকালে দুই গ্রুপের এই উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। একপর্যায়ে দুই গ্রুপের সদস্যরা গোলাগুলি শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে সনু (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হন। তিনি জেনেভা ক্যাম্পেরই বাসিন্দা। তবে সংঘর্ষে জড়ানো কোনো গ্রুপের সদস্য কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ধারণা করছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের ভেতরে এই গুলির ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। সনু প্রতিপক্ষ এক গ্রুপের হয়ে সংঘর্ষে জড়াতে পারেন।
সনুকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী শামীম হোসেন ও সজীব আহমেদ জানান, জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টর থেকে ভাড়ায় অটোরিকশা চালাতেন সনু। গতকাল সকাল থেকে ক্যাম্পের ভেতর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এবং গোলাগুলি শুরু হয়। তখন সনু গুলিবিদ্ধ হন। তারা জানান, মাসখানেক যাবত তাদের ক্যাম্পে থেমে থেমে এমন সংঘর্ষ চলছিল। বুনিয়া সোহেল, রানা, টুনটুন, বাবু, নওশাদ, ইরফান, আরিফ, সাজ্জাদসহ ৪০-৫০ জন মিলে আগ্নেয়াস্ত্র হাতে বের হয়ে গতকাল আবারো এই হামলা চালায়। তারা মাদক ব্যবসায়ী এবং চিহ্নিত সন্ত্রাসী। মাদক ব্যবসায় বাধা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছিল।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, অনৈতিক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সনুকে গুলি করে হত্যা করে। এ নিয়ে জেনেভা ক্যাম্প এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, সনুর পেটের দুই পাশে অন্তত ১৫টি গুলি লেগেছে। মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
সবজি ব্যবসায়ী খুন : পাইকারি আড়তে মালামাল কিনতে যাওয়ার পথে রাজধানীর কদমতলী মেরাজনগর কাঁচা রাস্তার মোড়ে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। নিহতের নাম মো. হাশেম (৪৮)। গতকাল ভোরের দিকে এ ঘটনা ঘটে। কদমতলী থানার এসআই হৃদয় কুমার পোদ্দার জানান, সবজি ব্যবসায়ী হাশেমের বাসা পূর্ব জুরাইন এলাকায়। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার পূর্ব নিশান গোপালপুরে। মেরাজনগর কাঁচা রাস্তার মোড়ে তার মরদেহ পড়ে ছিল। আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢামেকে পাঠাই। হাশেমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম ছিল। ধারণা করা হচ্ছে, ভ্যান নিয়ে সবজি কেনার জন্য আড়তে যাওয়ার পথে ছিনতাইকারীদের হাতে খুন হন তিনি।