১০ দূতাবাসের ৩৮ কর্মীর তথ্য চেয়ে দুদকের চিঠি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১০ দেশে বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী এবং বর্তমান ঠিকানা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। গতকাল বুধবার দুদকের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুদক কর্মকর্তা জানান, মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে এই চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ ৩৮ কর্মীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নেমেছে কমিশন। চিঠিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ছাড়াও সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, ফিলিপিন ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত রাষ্ট্রদূত, হেড অব চ্যান্সেলর, প্রধান কনস্যুলার পদমর্যাদার কর্মকর্তাদের তথ্য চেয়েছে দুদক।
কমিশন বলেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে এই কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী এবং বর্তমান ঠিকানা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। সেই সঙ্গে কর্মকর্তাদের ২০১৬-২০১৭ অর্থবছরের আগের কর্মস্থল, দায়িত্বপ্রাপ্ত শাখা ও ওই সময়ের পদবিরও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে দুদক।