×

শেষের পাতা

কুষ্টিয়া কারাগার থেকে পালানো ১ আসামি আটক

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া কারাগার থেকে পালানো সামিরুল মন্ডল (৩৫) নামে একজন আসামিকে আটক করেছে র‌্যাব-১২। আটককৃত আসামি খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে। গতকাল বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। কোম্পানি কমান্ডার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি তালা ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পলাতক আসামিদের গ্রেপ্তারের র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে সামিরুল মন্ডলকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পালানোর মামলাসহ সর্বমোট ২৫টি মামলা রয়েছে। তিনি আরো বলেন, জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী ব্যবস্থার জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

টিভিতে আজ যা দেখবেন

টিভিতে আজ যা দেখবেন

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App