×

শেষের পাতা

পৃথক হত্যা মামলা

হাজী সেলিম-গোলাপ রিমান্ডে কারাগারে টিপু মুনশি

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাজী সেলিম-গোলাপ রিমান্ডে কারাগারে টিপু মুনশি

কাগজ প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে ৫ দিনের এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। অন্যদিকে রিমান্ড শেষে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল সোমবার সকাল ৭টায় প্রথম দফার রিমান্ড শেষে টিপু মুনশি ও গোলাপকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর টিপু মুনশিকে কারাগারে আটক ও গোলাপকে আদাবর থানার গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় পুনরায় ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা দুজনের জামিন চেয়ে শুনানি করেন। তবে বাদী পক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত টিপু মুনশিকে কারাগারে ও গোলাপের দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। 

অন্যদিকে, আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকালে হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে হাজিরের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় কাঠগড়ায় হাজী সেলিমকে মুখে হাত দিয়ে অঝোরে কাঁদতে দেখা যায়। গত রবিবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে, ২৮ আগস্ট রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়। পর দিন আদালতে হাজির করে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেয়া হয় তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App