×

শেষের পাতা

মির্জা ফখরুল

ঐক্যবদ্ধ থাকুন চক্রান্ত শেষ হয়নি

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 ঐক্যবদ্ধ থাকুন চক্রান্ত শেষ  হয়নি

কাগজ প্রতিবেদক : দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কৃতিত্ব নস্যাৎ করার চক্রান্ত শেষ হয়নি। এই মূহর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে বারবার, কিন্তু সমস্ত আঘাতের বিপরীতে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, ভেঙে ফেলা সম্ভব হয়নি।

গতকাল রবিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর কঠিন মুহূর্তে দেশের হাল ধরেছিলেন জিয়াউর রহমান। ১৯ দফার ভিত্তিতে বিএনপি গঠন করেন। ৪৬ বছরে বিএনপির যে অর্জন তা বড় অর্জন। বিএনপি এখন দেশের সর্ব বৃহৎ দল। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে ১৬ বছর আন্দোলন করেছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন ছিল মূল লক্ষ্য। বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে তা ঠিক করতে সংস্কার চলছে। বিএনপির বিশ্বাস সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার। আধুনিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে শপথ নিতে হবে।

বিএনপির আজ খুশির দিন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ৪৬ বছর পরেও বিএনপি সুসংগঠিত আছে; শেখ হাসিনা পালিয়েছে, সংসদ ভেঙে দেয়া হয়েছে। এখন যে সুযোগ তৈরি হয়েছে সেটাকে নস্যাৎ করতে দেয়া যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকের এই অবস্থা অনেকে মনে করেন এটা নয় দিনের ফসল, কিন্তু বিএনপি ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন করেছে, অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। তিনি বলেন, এবারের আন্দোলনে ছাত্রদের পাশে যেই জনগণ ছিল তাদের একটা অংশ বিএনপির নেতাকর্মীরা। যারা বিএনপির অবদান খাটো করছেন তা ঠিক নয়। যত অত্যাচার নির্যাতন হোক বিএনপির রাজনীতি করে যাব। খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App