×

শেষের পাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

যাত্রা শুরু করল রেডজুলাই.লাইভ

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 যাত্রা শুরু করল রেডজুলাই.লাইভ

কাগজ প্রতিবেদক : যাত্রা শুরু হলো ওয়েব পোর্টাল রেডজুলাইডটলাইভ-এর। এই পোর্টালটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহে কাজ করবে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওয়েব পোর্টালের উন্মোচন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী এবং শিক্ষকরা। এই পোর্টাল তৈরিতে কারিগরি সহায়তা করেন, জাবির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিলহান।

আয়োজকদের দাবি- ওয়েব পোর্টালটির তথ্য ভবিষ্যতে এ আন্দোলন ঘিরে ভুক্তভোগীদের পরিচয় ও সংখ্যা নিয়ে সংশয় তৈরি হতে দেবে না। প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবে। এছাড়া এই তথ্য ব্যবহার করে গবেষণা করা যাবে। ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে এই পোর্টালে কয়েক ধাপে তথ্যগুলো সংগ্রহ করা হবে। প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সারাদেশ থেকে আসা তথ্যগুলো যাচাই করা হবে।

জাবি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মালিহা নামলাহ বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের পরও আমরা শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারিনি। এতে করে অনেক সুবিধাভোগী শ্রেণি মুক্তিযোদ্ধা না হয়েও এই পরিচয়ে সুবিধা পেয়েছেন। আবার অনেক মুক্তিযোদ্ধা আছেন, যারা কোনো সুবিধা পাননি। তবে বৈষম্যবিরোধী এ আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছেন প্রত্যেকের ঘটনা বা গল্প আলাদা। এই পোর্টালের মাধ্যমে আমরা আহতদের যথাযথ তথ্য পাব। সরকার যখন সুবিধা দেবে তখন তথ্য দেখে সঠিক মানুষের কাছে তা পৌঁছানো সম্ভব হবে।

সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ঢাকায় জাবি ছিল আন্দোলনের সূতিকাগার। ১৫ জুলাই ঢাকার অন্যান্য ক্যাম্পাসে

যখন হামলা হয়, জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের সংঘটিত করে প্রথমবারের মতো প্রতিরোধ গড়ে তুলে। শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে সারাদেশ থেকে তথ্যগুলো সংগ্রহ করে দীর্ঘমেয়াদে সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

সমাপনী বক্তব্যে জাবি পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, এই ওয়েব পোর্টালের আইডিয়া শিক্ষার্থীদের মাঝ থেকেই এসেছে। আমিও বলছিলাম, ডকুমেন্টেশন জরুরি। আমরা প্রত্যেকটা ঘটনা থেকে কেইস স্টাডি রেখেছি, এই গুম, হত্যা-খুন এগুলোর পেছনের গল্পও পোর্টালে তুলে ধরার চেষ্টা করব আমরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App