×

শেষের পাতা

রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

দেশ থেকে আরো জনশক্তি নিতে কুয়েতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Icon

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশ থেকে আরো  জনশক্তি নিতে কুয়েতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদোয়ানি বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ড. নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালন করায় কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশে অনেক দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কুয়েত বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্যে সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে আরো বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের আহ্বান জানান। আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যকার উন্নয়ন অংশীদারত্ব আরো স¤প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশি জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। এ সময় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা দেয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App