হত্যা মামলা
সাংবাদিক দম্পতি শাকিল-রুপা গ্রেপ্তার
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বেসরকারি একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর বিকালে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আলোচিত এ সাংবাদিক দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়।
বিমানবন্দর থানা সূত্র জানায়, গতকাল ভোরে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান শাকিল ও ফারজানা। তবে এ সময় শাকিল ও ফারজানা দম্পতিকে বহির্গমন ছাড়পত্র দেয়া হয়নি। সূত্রটি বলছে, পরবর্তী সময়ে সকাল ৮টা ১০ মিনিটের দিকে জিজ্ঞাসাবাদের জন্যে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ডিবির একটি দল তাদের কার্যালয়ে নিয়ে যায়। এ সময় তাদের একমাত্র মেয়েও সঙ্গে ছিল। পরে গতকাল বিকালে ডিএমপি থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় দণ্ডবিধির ৩০২ (হত্যার অভিযোগ) এবং ১১৪ ও ১০৯ ধারায় দায়ের হওয়া একটি মামলায় শাকিল ও ফারজানাকে গ্রেপ্তার করা হয়েছে।
শাকিল আহমেদ ও ফারজানা রুপা কয়েক বছর ধরে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। গত ৮ আগস্ট তাদের অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। সেদিন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী শাকিল (হেড অব নিউজ) ও ফারজানাকে (প্রিন্সিপাল করেসপনডেন্ট ও প্রেজেন্টার) চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।