এনআইডি সেবা বন্ধ
২ দফা দাবিতে মাঠে এনআইডি কর্মীরা
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা এবং আইডিইএ প্রকল্পের সব আউটসোর্সিং কর্মীদের চাকরি রাজস্বে স্থানান্তর করার দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ)-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার সকাল থেকে ইসি ভবনের সামনে তারা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় তারা গত ১৭ বছরের নানা বৈষম্যের কথা তুলে ধরে বলেন, বিগত ১৭ বছর ধরে তারা একই বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছেন এবং বোনাসও পান না তারা। এসব দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপিও দিয়েছেন আন্দোলনকারীরা। এর ফলে গতকাল থেকে ইসির এনআইডি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক।
আন্দোলনকারীরা জানান, মূলত দুটি দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। বর্তমানে আইডিইএ প্রজেক্টের ২ হাজার ২৬০ লোকবল রয়েছে। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ করে নির্বাচন কমিশন।
আন্দোলনকারীরা জানান, তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। এটা তাদের অন্যতম দাবি। অপর দাবিটি হলো- সরকার ইতোমধ্যে এনআইডি ইসি থেকে স্বরাষ্ট্রে স্থানান্তরের জন্য যে আইন করেছে তা বাতিল করে এনআইডি সেবা ইসিতে রাখতে হবে।
আন্দোলনকারীরা বলেন, যেহেতু ভোটার তালিকার ভিত্তিতে এনআইডি সরবরাহ করা হয়, সেহেতু ইসির অধীনে এই কার্যক্রম থাকাই নিরাপদ। এছাড়া ইসির এই কার্যক্রমের জন্য রয়েছে দেড় যুগের দক্ষতা, অবকাঠামো। নতুন করে অন্য কোনো দপ্তরের অধীনে নিলে নতুন লোকবল, অবকাঠামো গড়ে তুলতে হবে। এতে রাষ্ট্রের ব্যয় ও নাগরিকদের ভোগান্তি বাড়বে।