×

শেষের পাতা

বক্তব্য দিয়ে পদ হারালেন দুলু

Icon

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জালিয়ে দেয়া হবে’- গত ১৫ আগস্ট এমন বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল থেকে সরিয়ে দেয়া হয়েছে। শারীরিকভাবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই নেতা তার পদাবনতির খবরে ভারাক্রান্ত হয়ে পড়েছেন।

১৫ আগস্ট দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকারের নির্দেশে গত ১৫ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি-বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না, পেপারে ছবি উঠত না। আওয়ামী লীগের তাঁবেদার হয়ে তারা এসব করত। তাই যেসব টিভি চ্যানেল ও পত্রিকা শত শত ছাত্র-জনতার ‘খুনি’ হাসিনার ছবি প্রচার করবে, সেসব টিভি-পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হবে।

পরদিন শুক্রবার দলের নেতৃত্বের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলীয় একটি নোটিস দেন দুলুকে। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আপনার বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত, অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য গত দেড় দশক ধরে রক্ত¯œাত পথে বিএনপির নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমামণ্ডিত অবদানকে হেয় প্রতিপন্ন করার শামিল।’

এই নোটিসের পর শনিবার (১৮ আগস্ট) দুপুরে রুহুল কুদ্দুসকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য হিসেবে রাখা হয়। এর আগে সম্প্রতি তাকে সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে উপদেষ্টা করা হয়েছিল। তার ঘনিষ্ঠজনরা বলছেন, তাকে যুগ্ম মহাসচিব করার কথা ছিল। এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করলেও রুহুল কুদ্দুস তালুকদারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে নজিরবিহীন হামলার তীব্র নিন্দা রাশিয়ার, যুদ্ধের আশঙ্কা

লেবাননে নজিরবিহীন হামলার তীব্র নিন্দা রাশিয়ার, যুদ্ধের আশঙ্কা

সমবায় ব্যাংককে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে: সমবায় উপদেষ্টা

সমবায় ব্যাংককে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে: সমবায় উপদেষ্টা

যে কারণে আজ জামিন পেলেন না নিরপরাধ বিডিআর সদস্যরা

যে কারণে আজ জামিন পেলেন না নিরপরাধ বিডিআর সদস্যরা

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App