কোটা আন্দোলনে নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা প্রকাশ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় নিহত হওয়া পুলিশের ৪৪ জন সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। নিহতদের মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) রয়েছেন ৩ জন, নিরস্ত্র পুলিশ উপপরিদর্শক (এসআই) রয়েছেন ১১ জন, নিরস্ত্র সহকারী পুলিশ উপপরিদর্শক (এএসআই) রয়েছেন ৭ জন, নায়েক ১ জন, কনস্টেবল ২১ জন ও এসটিএসআই ১ জন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার দিন ও আগের দিন পুলিশ নিহতের ঘটনা বেশি ঘটে।
নিহতরা হলেন- পরিদর্শক (নিরস্ত্র) মো. রাশেদুল ইসলাম, পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক, পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, এসআই (নিরস্ত্র) শ্রী সুজন চন্দ্র দে, এসআই (নিরস্ত্র) খগেন্দ্র চন্দ্র সরকার, এসআই (নিরস্ত্র) রেজাউল করিম, এসআই (নিরস্ত্র) মো. মামুনুর রশীদ সরকার, এসআই (নিরস্ত্র) মো. বাছির উদ্দিন, এসআই (নিরস্ত্র) মো. রইস উদ্দিন খান, এসআই (নিরস্ত্র) মো. তহছেনুজ্জামান, এসআই (নিরস্ত্র) প্রনবেশ কুমার বিশ্বাস, এসআই মো. নাজমুল হোসাইন, এসআই (নিরস্ত্র) আনিসুর রহমান মোল্যা, এসআই (নিরস্ত্র) সন্তোষ চৌধুরী, এএসআই (নিরস্ত্র) সঞ্জয় কুমার দাস, এএসআই (নিরস্ত্র) ফিরোজ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা, এএসআই (নিরস্ত্র) রাজু আহম্মেদ, এএসআই (নিরস্ত্র) মো. ওবায়দুর রহমান, এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির, নায়েক মো. গিয়াস উদ্দিন, কনস্টেবল মো. আব্দুল মজিদ, কনস্টেবল মো. রেজাউল করিম, কনস্টেবল মো. মাহফুজুর রহমান, কনস্টেবল মো. শাহিদুল আলম, কনস্টেবল মো. আবু হাসনাত রনি, কনস্টেবল মীর মোনতাজ আলী, কনস্টেবল সুমন কুমার ঘরামী, কনস্টেবল মোহাম্মদ আব্দুল মালেক, কনস্টেবল মাইনুদ্দিন লিটন, কনস্টেবল মোহাম্মদ ইব্রাহীম, কনস্টেবল মো. আব্দুস সালেক, কনস্টেবল মো. হাফিজুল ইসলাম, কনস্টেবল মো. রবিউল আলম শাহ্, কনস্টেবল মো. হুমায়ুন কবির, কনস্টেবল মো. আরিফুল আযম, কনস্টেবল মো. রিয়াজুল ইসলাম, কনস্টেবল মো. শাহিন উদ্দিন, কনস্টেবল মো. হানিফ আলী, কনস্টেবল মো. এরশাদ আলী, কনস্টেবল মো. সুজন মিয়া, কনস্টেবল মো. খলিলুর রহমান ও এটিএসআই আলী হোসেন চৌধুরী। পুলিশ সদর দপ্তর জানায়, ২৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট ও অন্য সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এরপর সরকারবিহীন সাংবিধানিক সংকটের ৪ দিনে পুলিশসহ বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।