ব্যাংকিং কমিশন গঠনের সিদ্ধান্ত
১০০ দিনের মধ্যে আর্থিক খাত সংস্কারে রূপকল্প
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য ‘ব্যাংকিং কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার ১০০ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে।
গতকাল রবিবার দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকেই ‘ব্যাংকিং কমিশন’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। সেই আলোচনায় এ খাতের সংস্কারের বিষয়টি সামনে আসে। এরপরই সিদ্ধান্ত হয়, ব্যাংকিং খাতে টেকসই সংস্কার করার জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম নেয়া হবে। বেশ কয়েক বছর ধরেই ব্যাংক খাতের বিশ্লেষকরা বলে আসছেন, দেশের ব্যাংকগুলোতে দীর্ঘদিন জমে থাকা সমস্যা জটিল আকার ধারণ করেছে। আর্থিক খাতের বিদ্যমান অস্থিতিশীল অবস্থা স্বল্প মেয়াদে সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে গ্রাহকদের আস্থা ফিরে আসে। একই সঙ্গে স্থায়ীভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক খাতের সংস্কার করা প্রয়োজন। আর ব্যাংক খাতের এ সংস্কারের জন্য অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরেই ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ দিয়ে আসছিলেন। তবে শেখ হাসিনা সরকারের আমলে এ বিষয়ে কেউ মনযোগী হয়নি বরং সেই সময় ব্যাংক খাত সংস্কারের পরিবর্তে উল্টো ‘ব্যাংক লুটের’ মহড়া দেখা গেছে। ফলে দেশের ব্যাংক খাত আজ মানুষের আস্থা হারিয়েছে। পুরো অর্থনীতি এসে দাঁড়িয়েছে খাদের কিনারায়।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠকে দেশের বিদ্যমান মূল্যস্ফীতির বিষয়টিও উঠে এসেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচনমূলক অবস্থায় ধরে রাখতে হবে, সেসঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়, আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে যা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।