শুনানিকালে তোলা হয়নি লোহার খাঁচায়
টুকু পলক ও সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় ভেঙে দেয়া সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. ইউসুফ। এ সময় আসামিদের রিমান্ড আবেদন বাতিল চান আসামি পক্ষের আইনজীবী আতাউর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশ শেষে জিজ্ঞাসাবাদের জন্য বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান।
টুকু, পলক ও সৈকতের রিমান্ড শুনানি থাকায় এদিনও আদালত চত্বরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা কঠোর নিরাপত্তায় তাদের আদালতে উপস্থিত করেন। এ সময় আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সেøাগান দেন বিএনপি-জামায়াতের আইনজীবীরা। আসামিদের আদালতে তোলার আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহসিন মিয়া সব আইনজীবীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আদালতের কাঠগড়ায় লোহার খাঁচা (ডক) থাকবে না। এটা মানবাধিকারের লঙ্ঘন। এজন্য গতকাল রিমান্ড শুনানিকালে কোনো
আসামিকেই লোহার খাঁচায় তোলা হয়নি। উল্লেখ্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে মামলায় আদালতে শুনানিকালে লোহার খাঁচা থাকার বিরোধিতা করে বেশ কয়েকবার বক্তব্য রাখেন। তিনি বলেন, মানুষকে কেন পশুর মতো লোহার খাঁচায় দাঁড়িয়ে থাকতে হবে।
গত বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া গণমাধ্যমকে জানান, শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার রাতে গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া (৩৯)। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করে ২০ জুলাই পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন (৩৬)।
এর আগে মঙ্গলবার নিউমার্কেট এলাকার এক দোকান কর্মচারী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।