×

শেষের পাতা

মিতু হত্যা মামলা

বাবুলের জামিন আবেদন আদেশ রবিবার

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাবুলের জামিন আবেদন আদেশ রবিবার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদনের ওপর দীর্ঘ শুনানি সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক ঘণ্টা ২০ মিনিট আদালত উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ১৮ আগস্ট জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। গতকাল বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন উভয়পক্ষের শুনানি শেষে আদেশের এই নতুন তারিখ ঘোষণা করেন।

বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা বাবুল আক্তারের জামিন আবেদন করেছি। আদালত দীর্ঘ ১ ঘণ্টা ২০ মিনিট শুনানি করেন। শুনানিতে আদালত উভয়পক্ষের বক্তব্য শুনেছেন। আদালত আমাদের যুক্তিও শুনেছেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আগামী রবিবার জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। ঘটনার পর তৎকালীন এসপি বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও শাশুড়ি সাহেদা মোশাররফ এই হত্যার জন্য বাবুলকে দায়ী করে আসছিলেন। শুরু থেকে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটির তদন্ত করে। পরে ২০২০ সালের জানুয়ারিতে আদালত মামলাটির তদন্তের ভার পিবিআইকে দেয়। সেটির তদন্ত শেষ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পিবিআই। কিন্তু আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

তবে বাবুল পিবিআই থেকে মামলার তদন্তভার সরিয়ে অন্য সংস্থাকে দায়িত্ব দেয়ার আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। ইতোমধ্যে পিবিআইতেই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয় তিনবার। দীর্ঘ তদন্তের পর হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করে ২০২১ সালের ১১ মে জিজ্ঞাসাবাদের জন্য বাবুলকে হেফাজতে নেয় পিবিআই। পরদিন ১২ মে বাবুল আক্তারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তার শ্বশুর নিহত মিতুর বাবা। তখন থেকে বাবুল আক্তার কারাগারে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App