×

শেষের পাতা

আগস্টের ১৪ দিন

ডেঙ্গুতে মৃত্যু ১৫ রোগী ২৩৮২

Icon

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে ডেঙ্গুর গ্রাফ। বাড়ছে আক্রান্ত ও ডেঙ্গুতে মৃতের সংখ্যা। চলতি আগস্ট মাসে যে ডেঙ্গুর গ্রাফ ঊর্ধ্বমুখী হবে এর আভাস আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই আভাসই সত্যি হচ্ছে। চলতি আগস্ট মাসের ১৪ দিনে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৮২ জন।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৩ জন। ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে ৩৯১ জনের।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগী ৮ হাজার ৭০২ জন। আর ৭১ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৭৭০ জন। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ। ৩৯ দশমিক ২ শতাংশ নারী। মোট মৃত্যুর ৫০ দশমিক ৭ শতাংশ পুরুষ, ৪৯ দশমিক ৩ শতাংশ নারী।

মাসভিত্তিক তথ্য বলছে, জানুয়ারি মাসে ১ হাজার ৫৫ জন রোগী ও ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে রোগী ৩৩৯ ও ৩ জনের মৃত্যু, মার্চে ৫ জনের মৃত্যু ও রোগী ছিল ৩১১ জন। এপ্রিল থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা। এ মাসে ২ জনের মৃত্যু ও ৫০৪ জন রোগী, মে মাসে ৬৪৪ জন রোগী ও ১২ জনের মৃত্যু হয়। জুনে ৭৯৮ জন রোগী ও ৮ জনের মৃত্যু হয়। আর জুলাই মাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। রোগীর সংখ্যা ২ হাজার ৬৬৯ আর ১২ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App