সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকবে দুদিন
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কাজ পরিচালিত হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন এ তথ্য জানিয়েছেন। এদিকে গতকাল মঙ্গলবার থেকে সারাদেশের নি¤œ আদালতে বিচারকাজ শুরু হয়েছে।
এর আগে, গত ৫ আগস্ট সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মঙ্গলবার (গতকাল) থেকে স্বাভাবিক নিয়মে নি¤œ আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে। আর ৭ আগস্ট (আজ) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ। গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ ও স্বাস্থ্যগত দিক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালের ২৪ জানুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি।