×

শেষের পাতা

পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াতের হামলায় আক্রান্ত দেশ

Icon

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আজকে রাষ্ট্র আক্রান্ত। এই হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। গত শুক্রবার বিএনপি নেতারা স্বীকারোক্তি দিয়েছেন, ছাত্রলীগ কর্মীকে মারলে পাঁচ হাজার ও পুলিশ মারলে ১০ হাজার টাকা দেয়া হবে। তিনি বলেন, দেশ স্বাধীনতাবিরোধী জঙ্গি বিএনপি-জামায়াত দ্বারা আক্রান্ত হয়েছে। এতে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে, তাদের সহায় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও রাষ্ট্রের ওপরে আঘাত হানা হয়েছে।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াত কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাছান মাহমুদ বলেন, কোনো ছাত্র হামলা, অগ্নিসংযোগ করতে পারে না। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা রাষ্ট্রের ওপর হামলা চালিয়েছে। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। পুলিশ তদন্ত করছে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। যারা পিটিয়ে মানুষ হত্যা করেছে, মেট্রোরেল ও বিটিভিতে আগুন দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি একটু ধৈর্য ধরা হতো, তাহলে ছাত্র আন্দোলনে বিএনপি-জামায়াত দেশবিরোধী অপশক্তি সুযোগ নিতে পারত না। ছাত্র নেতাদেরও এ বিষয়টি অনুধাবন করতে হবে। এই ছাত্রনেতাদের বিষয়েও খোঁজ নেয়া দরকার। ছাত্রদের মধ্যে দেশবিরোধী অপশক্তি জঙ্গিগোষ্ঠীর কোনো এজেন্ট আছে কিনা, এ বিষয়েও খোঁজ নেয়া দরকার বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করতে চায়। তারা এর আগেও জ¦ালাও পোড়াও করেছে। এবার সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কেউ তাদের হাত থেকে রক্ষা পায়নি। তারা দেশকে পাকিস্তান ঘরানার দেশে রূপান্তরিত করতে চায়। আমরা তা হতে দেব না। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, তাদের বিচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনা-রেহানা-কাদের-কামালসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা-রেহানা-কাদের-কামালসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত

ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে, বিস্তারিত জানালেন সমন্বয়ক হাসনাত

ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে, বিস্তারিত জানালেন সমন্বয়ক হাসনাত

আদালতে বিচারকের উদ্দেশে যা বললেন শাহরিয়ার কবির

আদালতে বিচারকের উদ্দেশে যা বললেন শাহরিয়ার কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App