জাফর ইকবাল
ঢাবিতে শিক্ষার্থীদের দেখলেই মনে হবে রাজাকার
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দেয়া ‘রাজাকার’ স্লোগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার। ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে এমন কথা লিখেছেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটের ছবি ওই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
ড. মুহম্মদ জাফর ইকবাল লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এ বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার। তিনি আরো লেখেন, আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?
উল্লেখ্য, গত রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি চীন সফর প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে চলমান কোটা সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে।
এই মন্তব্যে বিকৃতি করে জামায়েত ও তাদের ছাত্র সংগঠন শিবির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায় ‘তুমি কে/ আমি কে/ রাজাকার রাজাকার। যা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয় শিবির ও তাদের মহিলা সংগঠন ছাত্রসংস্থা।