জাতীয় প্রেস ক্লাবে জমজমাট ফল উৎসব
‘নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচয় তুলে ধরতে হবে’
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : রকমারি দেশি ফলের সম্ভার ও জমকালো বাউল গানের আয়োজনে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাব ছিল উৎসবমুখর। ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবার। প্রায় ৪০ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মনোরম এক অনুষ্ঠান ছিল এটি।
জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে আয়োজিত এ ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি। স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সীমান্ত খোকন।
ফল উৎসব ও বাউল গানের আসর উদ্বোধন করে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন, বাউল সংগীত ও ফল হলো আমাদের ঐতিহ্য। আমাদের সংস্কৃতির অন্যতম অংশ। এগুলো আজ হারিয়ে যাচ্ছে। বাউল সংগীত পুনরুদ্ধার করতে হবে। আমাদের দেশীয় ফল নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বড় পরিসরে ফল উৎসবের আয়োজন করতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্ম দেশীয় সব ফল চিনে না। তাই আগামীতে জাতীয় পর্যায়ে বৃহৎ আকারে ফল উৎসব করব আগারগাঁওয়ে। জাতীয় ফল উৎসবকে স্কুলপর্যায়ে নিয়ে যেতে চাই। শিশুদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত করিয়ে দেয়া আমাদের দায়িত্ব। গণমাধ্যম ফলের গুণগত মান তুলে ধরতে ভূমিকা রাখতে পারে। বাঙালির প্রাণের স্পন্দন বাউল গান হারিয়ে যাচ্ছে উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, নানা আয়োজনের মাধ্যমে এই বাউল গান পুনরুদ্ধার করতে হবে আমাদের। ফল উৎসব ও বাউল গানের আসরের আয়োজনের জন্য জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির প্রশংসা করেন তিনি। আগামীতে বড় পরিসরে ফল উৎসবে জাতীয় প্রেস ক্লাবের সহযোগিতাও চান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের নতুন প্রজন্ম দেশীয় ফলের নাম জানেই না। তারা যেন আমাদের ঐতিহ্যকে ধারণ করে, সেসঙ্গে বাউল গানের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়াই আমাদের উদ্দেশ্য। কারণ আমাদের সংস্কৃতি এগিয়ে যাবে তরুণ প্রজন্মের হাত ধরে।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বাউল গান হলো আমাদের আত্মপরিচয়। বাঙালির সংস্কৃতির ধারক। এই বাউল গান আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, ফল উৎসব জাতীয় প্রেস ক্লাবের নিয়মিত আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় ফলের সঙ্গে পরিচিত হয়। প্রতি বছর এই ফল উৎসব ও বাউল গানের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সদস্যরা পরিবারসহ অংশ নেয়ায় এ আয়োজন সফল হয়। এজন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফল উৎসবে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় বাউল শিল্পী রাফি তালুকদার, সরদার হিরক রাজা, ফারহানা পারভীন, সাবরিনা নওশীন টুশী, সমীর বাউল, মৌসুমী ইকবাল, বিপাশা পারভীন ও বাউলা গ্রুপ।
দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল- আম্রপালি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অড় বড়ই, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, জাম্বুরা, লিচু, কাঠ লিচু, হাঁড়িভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সবেদা, তরমুজ, বাঙ্গি। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও বাউল গান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবার।