সড়ক দুর্ঘটনা
দক্ষিণ আফ্রিকায় সোনাগাজীর এক ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী) থেকে : দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়ার নুর ইসলামের ছেলে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার মিউর?্যান্ড তুর্কি মসজিদে ড. মিজানুর রহমান আজহারির তাফসিরুল কুরআন মাহফিল শেষে নিজ কর্মস্থল প্রিটোরিয়া শহরে যাওয়ার পথে মিলনের গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাড়িতে থাকা দুজন সহযোগী আহত হলেও তারা প্রাণে বেঁচে গেছেন। নিহতের স্বজন এমদাদ হোসেন জানান, গাড়িতে থাকা সহযোগীরা মিলনের মৃত্যুর সংবাদটি দেশে থাকা পরিবারকে জানিয়েছেন। তার ৬ বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি ছেলে রয়েছে।
তিনি জানান, মিলন ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তার নিজস্ব ২টি দোকানসহ আরো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ৫-৬ মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে আফ্রিকায় ফিরে যান।
মোশারফ হোসেন মিলনের বাবা নুর ইসলাম জানান, আমার ২ ছেলে, ২ মেয়ে। মিলন মেজো ছেলে। আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে। আমার ছেলের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারসহ সবার সহযোগিতা চাই।
সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় সোনাগাজীর ব্যবসায়ী মিলন মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে বিদেশ গিয়ে কফিন হয়ে ফিরতে হচ্ছে। মরদেহ দেশে আনতে ও লাশ দাফনে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।