চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোলে পৃথক বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন কৃষক ও একজন আদিবাসী নারী। গতকাল বৃহস্পতিবার বিকালে নাচোলের নেজামপুর ও গোবরাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পরশ রায়ের স্ত্রী কমলা রায় (৩১), গোমস্তাপুর বাঙ্গাবাড়ী ইউনিয়নের মন্তাজ আলীর ছেলে উজ্জ্বল (৪৫) ও নাচোল সদর ইউনিয়নের আবদুল আখেরের ছেলে উসমান গনি (৩০)।
সদর মডেল থানার ওসি জানান, বিকালে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন কমলা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে স্থানীয়রা জানায়, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দীঘিপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ছয় কৃষক কাজ করছিলেন। বিকাল ৫টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক উজ্জ্বল। ওই মাঠে কাজ করা অপর পাঁচ কৃষক সুস্থ আছেন। এদিকে একই উপজেলার ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় ওসমান আলীর। নাচোল থানার ওসি জানান, জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। দুজনের মরদেহ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে যান।