দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৬
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি : জেলার সদর উপজেলায় আমবোঝাই ট্রাকের সঙ্গে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২৮ জন যাত্রী। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিএপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু (২৮), একই উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী (৫২), বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), একই উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা (১০), চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ (৫) ও দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের সদেশ রায় (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) আরিয়ান পেট্রোল পাম্পের একশ গজ পশ্চিমে মহাসড়কের উপর আমবোঝাই ট্রাক ও ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের ড্রাইভার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা হাসুসহ দুজন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের মোট ৩২ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ ৪ জন মারা যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, দুর্ঘটনায় নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের
সামনের অংশ দুমরে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপার নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুসহ ৪ জন।
তিনি আরো জানান, রেকারের মাধ্যমে সড়ক থেকে বাসটি পুলিশ লাইনে নেয়া হয়েছে এবং ট্রাকটি আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।