×
Icon এইমাত্র
কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারীরা বাংলাদেশ টেলিভিশনের মূল ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিটিভির সম্প্রচার বন্ধ। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে এখন পর্যন্ত ১৯ জন নিহত কোটা ইস্যুতে আপিল বিভাগে শুনানি রবিবার: চেম্বার আদালতের আদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক ‘লাশ-রক্ত মাড়িয়ে’ সংলাপে বসতে রাজি নন আন্দোলনকারীরা

শেষের পাতা

ভারি বর্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে নিহত ২

Icon

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জসিম আজাদ, উখিয়া (কক্সবাজার) থেকে : ভারি বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আড়াইটা ও ভোর ৪টার দিকে উখিয়ার ৮ (ইস্ট) ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্যাম্প-১১ এর এফ-১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) এবং অন্যজন টেকনাফের লেদা এলাকার বাঙালি মো. আলম ও রোহিঙ্গা সাহারা খাতুন দম্পতির ছেলে সিফাত (১৩)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, চলমান ভারি বর্ষণে পাহাড়ের ওপরে থাকা শেল্টার ধসে ক্যাম্প-১১-এর বাসিন্দা আনোয়ার হোসেন ভোর চারটার দিকে মাটিতে চাপা পড়ে নিহত হন। এর আগে ক্যাম্প-৮ (ইস্ট) ৪১ ব্লকে সিফাত নামের এক কিশোর রাত আড়াইটার দিকে মাটি চাপা পড়ে নিহত হয়। নিহত সিফাত টেকনাফের লেদা থেকে এখানে তার মামার ঘরে বেড়াতে এসেছিল। ওসি শামীম হোসেন আরো জানান, রোহিঙ্গা ক?্যাম্প ১, ৩, ৪, ৬, ৭, ১১, ১২ ও ২০ (এক্সটেনশন)-এর বিভিন্ন ব্লকে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় শতাধিক শেল্টার ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ক্যাম্প ইনচার্জদের নির্দেশক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস?্যদের লার্নিং সেন্টারে ও এনজিও সংস্থার অফিসসহ সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। ক্যাম্প-১৪ তে ১ জন, ক্যাম্প ১০ এ ৪ জন, ক্যাম্প ৯ এ ৩ জন, ক্যাম্প ৮ এ ১ জন এবং ক্যাম্প-১ ডাব্লিউ তে ১ জন মৃত্যুর ঘটনা ঘটে। যেখানে ২ জন বাংলাদেশি রয়েছে।

গত এক সপ্তাহ ধরে কক্সবাজারে একটানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকা ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App