×

শেষের পাতা

হজ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘আমরা ফিলিস্তিনের জন্য সব সময় সোচ্চার’

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 ‘আমরা ফিলিস্তিনের জন্য  সব সময় সোচ্চার’
কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। আমরা ফিলিস্তিনের জন্য সব সময় সোচ্চার আছি। ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড পাবে, এটা তাদের অধিকার। সে অধিকার তাদের দিতে হবে। এ অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। গতকাল বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এসব কথা বলেন তিনি। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবাই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সারাবিশ্বের জন্য দোয়া করবেন। আপনারা দেখছেন ফিলিস্তিনে কী হচ্ছে, তাদের জন্যও দোয়া করবেন। সব মুসলিম দেশ যদি একযোগে কাজ করত, তাহলে ফিলিস্তিন ইস্যুতে আমরা আরো অগ্রগামী হতে পারতাম। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, সেখানে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, নারী শিশু কাউকে রেহাই দিচ্ছে না। আমি যেখানেই কথা বলছি, সেখানেই এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি। ফিলিস্তিনিরা তাদের জায়গা পাবে। এটা তাদের অধিকার। এ অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সেই অধিকার তাদের দিতে হবে। গাজার সমস্যা জিইয়ে থাকার পেছনে মুসলিম দেশগুলোর এক হয়ে কাজ না করাকেই দায়ী করেন বাংলাদেশের সরকারপ্রধান। কারবালা ময়দানের ঘটনার সঙ্গে পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার ঘটনার তুলনা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, কারবালা ময়দানে যে ঘটনা ঘটেছে, তারই পুনরাবৃত্তি ঘটেছিল ১৫ আগস্টে। কারবালা ময়দানে অন্তত নারী ও শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু বাংলাদেশে ১৫ আগস্টে নারী-শিশু কেউ রেহাই পায়নি। হজক্যাম্প থেকে আন্ডারপাস যুক্ত হবে বিমানবন্দরে : প্রযুক্তির সহায়তায় হজ কার্যক্রমকে আধুনিক করার পরও কেউ যেন হয়রানির শিকার না হয়, এ বিষয়ে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আশকোনা হজক্যাম্প এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সরকারপ্রধান বলেন, ‘আশকোনা হজক্যাম্প এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে একটি আন্ডারপাস করে দেয়া হবে। এতে হজযাত্রীদের সুবিধা আরো বাড়বে।’ হজ কার্যক্রমকে সহজ করতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঘরে বসেই হজের কাজ সম্পন্ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ব ২০০৮ এর নির্বাচনের ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম। কোনো রকম হয়রানির শিকার হতে হয় না। হজযাত্রীদের সমস্যা দূর করার জন্য সৌদি আরবের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। নিজের প্রথমবার ওমরাহ এবং হজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ১৯৮৪ সালে আমি প্রথম ওমরাহ করি এবং ১৯৮৫ সালে প্রথম হজ করি। প্রতিবারই গিয়ে যেসব সমস্যা দেখেছি, সেটা সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা এসব বিষয়ে গুরুত্ব দিয়েছে। আজ প্রথম হজফ্লাইট : বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী ফ্লাইট আজ বৃহস্পতিবার ঢাকা থেকে শুরু হচ্ছে। সকাল ৭টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৩০১) ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা। এরপর দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে এরই মধ্যে ৪ হাজার ৩১৪ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮৯৫ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এছাড়া ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৭টি হজপূর্ব ফ্লাইটে ৪৫ হাজার ৫২৫ জন এবং চলতি মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে। বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে ফিরতি হজ ফ্লাইট চালু করবে। অনুষ্ঠানে হজ কার্যক্রমের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয়। পাশাপাশি দুই হজযাত্রী হজ ব্যবস্থাপনায় তাদের অনুভূতি ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং হজ কার্যক্রম ডিজিটালাইজেশনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. এ হামিদ জমাদ্দার। আরো বক্তব্য রাখেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App