×

শেষের পাতা

তথ্য প্রতিমন্ত্রী

বৃহত্তর স্বার্থ চিন্তা করে তথ্য প্রকাশ করার আহ্বান

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : দেশ এবং মানুষের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে গণমাধ্যমকে তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, সংবাদ প্রচারের প্রতিযোগিতায় পড়ে বৃহত্তর স্বার্থের ক্ষতি হয় এমন কোনো তথ্য প্রচার করা যাবে না। দেশের এবং মানুষের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই তথ্য প্রকাশ করতে হবে। এজন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, সঠিক তথ্য যত তাড়াতাড়ি দেয়া সম্ভব হবে, তত তাড়াতাড়ি গুজব দূর হবে। আর সত্য তথ্যের আংশিক প্রচারের প্রবণতা এখন অনেক। এর থেকে বের হয়ে আসতে হবে। তথ্যের অবাধ প্রবাহ বাড়িয়ে সরকার অপতথ্যকে মোকাবিলা করতে চায় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নিজের জবাবদিহিতার জন্যই তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। সব সরকারি প্রতিষ্ঠানে যেসব তথ্য, তথ্য অধিকার আইনের বিষয় নিশ্চিত করে সেসব তথ্য অবশ্যই প্রকাশ করতে হবে। তিনি বলেন, তথ্য দেয়ার বিষয়ে তারা কিন্তু কেউ অস্বীকৃতি জানাননি। তারা আমাকে নিশ্চিত করেছেন, ডেপুটি গভর্নর এখানে আছেন; সব ধরনের তথ্যকে অবারিত করা হবে। একটা সিস্টেমেটিক প্রক্রিয়ার মধ্যে তথ্যকে অ্যাভেইলেবল করা হবে। তথ্যের মধ্যে প্রবেশাধিকার থাকতে হবে। গণমাধ্যমের পক্ষে সব প্রতিষ্ঠানের স্বার্থে তথ্যের জন্য আমি নেগোশিয়েট করব। তথ্য যদি কেউ না পায়, সে বিষয়টা আমি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমের পক্ষে নেগোশিয়েট করব। এটা আমার দায়িত্ব। প্রতিমন্ত্রী বলেন, মাথায় রাখতে হবে, পৃথিবীর অন্যান্য দেশে যেগুলো প্রতিষ্ঠান রেগুলেটরের সঙ্গে সম্পৃক্ত, তাদের প্র্যাকটিসগুলো কি আছে তা আমরা দেখে নিতে চাই। তার ভিত্তিতে আমরা একটা সমাধানে আসতে চাই। কিন্তু তথ্যের ব্যাপারে আমরা আপসহীন থাকব। তথ্য দিতে হবে। যে তথ্য তথ্য অধিকার আইন নিশ্চিত করছে, সেই তথ্য গণমাধ্যমকে দিতে হবে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি। তথ্যগুলো যত দ্রুততার সঙ্গে অ্যাভেইলেবল করা যায়, ততো বাংলাদেশ ব্যাংকসহ এ ধরনের সব প্রতিষ্ঠানের জন্য ভালো। আপনি যদি অথেন্টিক সোর্স থেকে তথ্যটাকে অ্যাভেইলেবল করেন তাহলে এই তথ্য নিয়ে ম্যানুপুলেশনের কোনো সুযোগ থাকবে না। কাজেই আমাদের আগে মাইন্ড সেট তৈরি করা দরকার, সঠিক তথ্য যত দ্রুততম সময়ে পাবলিক ডোমেইনে চলে আসবে, সেটা আমার জন্য মঙ্গল। প্রতিমন্ত্রী বলেন, তথ্য অধিকার আইনকে নিয়ে আরো প্রশিক্ষণের প্রয়োজন, তাহলে ছোটখাটো ভুল বুঝাবুঝি কেটে যাবে। অনিবন্ধিত গণমাধ্যমের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। গণমাধ্যমে শৃঙ্খলা আনার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App