×

শেষের পাতা

২য় মেয়াদে বিএসইসি চেয়ারম্যান

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা সিএমএসএফের

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা সিএমএসএফের
কাগজ প্রতিবেদক : ২য় মেয়াদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে শুভেচ্ছা জানিয়েছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। গত সোমবার সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বোর্ড অব গভর্নরসের সদস্য মো. সাইফুর রহমান, শ্যামল দত্ত, মোহাম্মদ ইউনুস, ড. মো. তারেক এবং কমিটির প্রতিনিধি ড. সৈয়দ মো. আমিনুল করিম, মো. আব্দুর রউফ, মাহবুব হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে সিএমএসএফের বিভিন্ন কার্যাবলি তুলে ধরে ভবিষ্যৎ কার্যপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এতে দৃশ্যমান হয় যে, ফান্ডের আকার ১৫শ কোটি টাকার সমপরিমাণ- যা থেকে প্রায় ২,৫০০ জন বিনিয়োগকারীকে তাদের দাবি অনুযায়ী ২৬৩ কোটি টাকার সমপরিমাণ স্টক ও ক্যাশ ডিভিডেন্ট ফিরিয়ে দিয়ে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার্থে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি মার্কেটে তারল্য সরবরাহ বৃদ্ধির উদ্দেশ্যে ২২৫ কোটি টাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড নামে একটি মিউচুয়াল ফান্ডের স্পন্সর হিসেবে সিএমএসএফ ভূমিকা রেখেছে। মার্কেট মধ্যস্থতাকারীদের ঋণ দেয়ার বিষয়ে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সিএমএসএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশের (সিসিবিএল) অপারেশন শুরু হলে সিএমএসএফ স্টক লেন্ডিং/বোরোয়িংয়ের আওতায় কাজ করবে বলে চেয়ারম্যানকে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App