×

শেষের পাতা

৩ কর্মকর্তা গ্রেপ্তার

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ১০ কোটি টাকা উধাও

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ১০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ব্যবস্থাপকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন- সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম ও বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবর্তীর ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। সাঁথিয়া থানা ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে পাঁচজন কর্মকর্তা (অডিট টিম) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায় অডিটে আসেন। দিনভর চলে তথ্য উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ। অডিট শেষে সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে। পরে অডিট কর্মকর্তারা সাঁথিয়া থানাকে বিষয়টি জানান। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আর্থিক অনিয়মের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার আটকদের পাবনা আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি দুদক আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App