প্রিন্ট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
আরো পড়ুন
আঁকছে খোকন
সরদার আবুল হাসান
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বনের শোভা পাখি
গাছের ডালে কিচিরমিচির
পাখির ডাকাডাকি।
রংতুলিতে খোকনসোনা
করছে আঁকাআঁকি।
পাখির ডানায় আঁকা
হলদে সাদা লাল সবুজে
রঙের আঁকাবাঁকা
ফুড়ত করে উড়াল দিলে
যায় না ধরে রাখা।
হাওয়ায় ভেসে ভেসে
এদিক ওদিক দুচোখ মেলে
যাচ্ছে দূরের দেশে
সামনে যতই আসুক বাধা
যাবেই বীরের বেশে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বনের শোভা পাখি
গাছের ডালে কিচিরমিচির
পাখির ডাকাডাকি।
রংতুলিতে খোকনসোনা
করছে আঁকাআঁকি।
পাখির ডানায় আঁকা
হলদে সাদা লাল সবুজে
রঙের আঁকাবাঁকা
ফুড়ত করে উড়াল দিলে
যায় না ধরে রাখা।
হাওয়ায় ভেসে ভেসে
এদিক ওদিক দুচোখ মেলে
যাচ্ছে দূরের দেশে
সামনে যতই আসুক বাধা
যাবেই বীরের বেশে।