মেঘ বৃষ্টি খেলা
শিবুকান্তি দাশ
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মেঘ বলে কি আসছি আমি, বৃষ্টি বলে থাম
মজুর বলে বৃষ্টি হলে বন্ধ হবে কাম
মহাজনের কাছে আমার হাজার টাকা ঋণ
কাজ না পেলে উপোষ করে কাটতে হবে দিন।
বৃষ্টি তুমি কালকে এসো মেঘ তুমি যাও আজ
তোমার জন্য কদম ফুলের মালায় দেব সাজ
তুমি এলে বর্ষা মেয়ের কান্না ভীষণ সুর
বৃষ্টি তুমি ল²ী মেয়ে অভাব করো দূর।
বিকেল হতেই এক ফালি মেঘ উড়ছে দেখি অই
শাদা মেঘের ভেলায় ভাসে বৃষ্টি মেয়ের সই
গুড়ুম গুড়ুম শব্দ করে দেয়া ডাকে আয়
আম কাঁঠালের গন্ধে বিভোর মেঘের বাড়িটায়।
নৌকা চলে গাঁয়ের পথে ছাতা হাতে কেউ
মরা গাঙে বান ডেকেছে উপচে পড়ে ঢেউ
কলা গাছের ভেলায় চলে দুষ্টু ছেলের দল
খেক শেয়ালের বিয়ে হবে রোদ করে যায় ছল।