বৃষ্টির ছড়া
শফিকুল আলম টিটন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বৃষ্টিটাকে মাথায় করে
হেলছি এবং দুলছি রে,
আনন্দে তাই উদাস মনে
লুচির মত ফুলছি রে।
বৃষ্টি দোলে আমি দুলি
হচ্ছে না কাজ ছাতায় রে,
নেয় উড়িয়ে দমকা হাওয়া
বৃষ্টি চড়ে মাথায় রে।
গা ভিজিয়ে এই খুশিতে
বৃষ্টি দিলো তালিরে,
চমকে ওঠে আকাশ বুকে
থমকে ওঠে খালি রে।
গাড়ুম গুরুম দারুম দুরুম
চিৎকারে এই ধরাতে
দুঃখ যত বিলাপ করে
মেঘেরও জল ছড়াতে।
আষাঢ়-শ্রাবণ কান্না করে
মনটা তো হয় হালকা রে,
ফুরফুরা মন মেঘেরও হয়
আজকে না হয় কালকা রে।