প্রিন্ট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
আরো পড়ুন
মেঘের রানি ডাকে
রাফিয়া নাওয়ার
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নীল আকাশে মেঘের দেশে
মেঘের রানি থাকে-
সকাল-বিকাল উঁকি মেরে
আমায় শুধু ডাকে।
মেঘের রানি ডেকে বলে
এসো মেঘের দেশে-
এই দেশেতে থাকবে তুমি
রাজকুমারের বেশে।
লাল গোলাপ আর সোনার মুকুট
দেবো তোমার কেশে-
এদেশ-ওদেশ ঘুরবে শুধু
মেঘের ভেলায় ভেসে।
মনের সুখে এই দেশেতে
খেলবে মজার খেলা-
তোমায় নিতে দিলাম ছেড়ে
সাদা মেঘের ভেলা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
নীল আকাশে মেঘের দেশে
মেঘের রানি থাকে-
সকাল-বিকাল উঁকি মেরে
আমায় শুধু ডাকে।
মেঘের রানি ডেকে বলে
এসো মেঘের দেশে-
এই দেশেতে থাকবে তুমি
রাজকুমারের বেশে।
লাল গোলাপ আর সোনার মুকুট
দেবো তোমার কেশে-
এদেশ-ওদেশ ঘুরবে শুধু
মেঘের ভেলায় ভেসে।
মনের সুখে এই দেশেতে
খেলবে মজার খেলা-
তোমায় নিতে দিলাম ছেড়ে
সাদা মেঘের ভেলা।