×

ইষ্টিকুটুম

সুবর্ণা দাশ মুনমুন

রবির ছবি

Icon

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্রীষ্ম সকাল জানলা খোলা রোদে ঝলমলিয়ে উঠলো রবির ছবি, ‘গীতবিতান’ বললো ভালোবেসে এই বোশেখেই জন্মেছিলেন কবি। সেই ছেলেটির ভীষণ রকম তাড়া ফুল হয়ে যে ফুটতে হবে তাকে, হাসনাহেনা, জোনাকছানাগুলো ঠাকুরবাড়ির জানলা ধরে ডাকে। কই রে রবি দেখবি যদি চল দুপুর রোদে বট-পাকুরের স্নান, শুকনো পাতার পথ মাড়াতে গিয়ে গায় মেখে নিস বকুল ঝরার ঘ্রাণ। সেই খোকাটি কবিই হলো শেষে রোদ, পাখি, ফুল, নদীর কথা মেনে, নোবেল পাওয়া ‘গীতাঞ্জলি’র কবি চোখের আলোয় একলা আকাশ কেনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App