×

গ্যালারি

বিশ্বের সবচেয়ে ছোট বাউন্ডারির স্টেডিয়াম

Icon

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বের সবচেয়ে ছোট বাউন্ডারির স্টেডিয়াম

বিশ্বে ফুটবল মাঠ, হকি মাঠ বা বেসবল মাঠ যে খেলার মাঠই হোক না, তার একটি নির্দিষ্ট মাপ আছে। কিন্তু ক্রিকেটের মাঠের ক্ষেত্রে এর বাধ্যবাধকতা নেই। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, একটি আদর্শ ক্রিকেট মাঠের বাউন্ডারি হলো সর্বোচ্চ ৮৩ মিটার ও সর্বনিম্ন ৬০ মিটার। কিন্তু সর্বনিম্ন ৬০ মিটারই যে হওয়া লাগবে, এমনটি নয়। ফলে ক্রিকেট মাঠের মধ্যে ব্যতিক্রম দেখা যায়। কখনো মাঠ বড় হয় বা কখনো ছোট হয়। বিশেষ করে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মাঠগুলোর বেশির ভাগ পুরোপুরি গোল না। কিন্তু দক্ষিণ এশিয়ার মাঠগুলোর বেশির ভাগই গোল।

আর বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট বাউন্ডারির ক্রিকেট স্টেডিয়াম হলো নিউজিল্যান্ডের ইডেন গার্ডেন্স। এই স্টেডিয়ামের পিচের সোজাসোজি বাউন্ডারির দৈর্ঘ্য হলো মাত্র ৫৫ মিটার। আর স্কয়ার বাউন্ডারির দৈর্ঘ্য হলো মাত্র ৬৫ মিটার। স্টেডিয়ামটি পুরোপুরি গোল না। এটির আকৃতি অনেকটা ডিমের মতো।

ক্রিকেট ভক্তরা সব সময় আগ্রহ নিয়ে বসে থাকেন কোন সময় তাদের প্রিয় দলের ব্যাটসম্যানরা ছক্কার ঝড় তুলবেন। তবে ছক্কা মারাটা সব সময় এত সহজ না। শুধু ছক্কা না চার মারাটাও অনেক সময় কঠিন, কারণ ছক্কা মারতে হলে পার করতে হয় বিশাল বাউন্ডারি। কিন্তু ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়াম যদি পাওয়া যায় তাহলে তো সেখানে চার-ছয়ের ঝড় বইতে পারে যে কোনো সময়। আর ইডেন গার্ডেন্সে প্রায়ই এমন হয়।

এই ইডেন গার্ডেন্সে ২০১৮ সালে একটি টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৩ রান করেও জিততে পারেনি নিউজিল্যান্ড। এই পাহাড়সম রান অস্ট্রেলিয়া এক ওভার দুই বল হাতে রেখেই টপকে গিয়েছিল। তবে বাউন্ডারি ছোট বলে যে সব সময়ই বড় রান দেখা যায় এমনটি নয়। এই ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে। বৃষ্টির কারণে ম্যাচটি ১০ ওভার হয়েছিল। মাত্র ১০ ওভারে নিউজিল্যান্ড করেছিল ১৪১ রান। জবাবে বাংলাদেশ ৭৬ রানে অলআউট হয়েছিল। ইডেন গার্ডেন্সে এটিই সবচেয়ে কম রানের রেকর্ড।

এদিকে স্টেডিয়াম ছোট না বড় তা নির্ণয় করা হয় মূলত দর্শক ধারণক্ষমতার বিষয়টি মাথায় রেখে। আর এদিক দিয়ে বিচার করলে পৃথিবীর সবচেয়ে ছোট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হলো স্কটল্যান্ডের এডিনবার্গ স্টেডিয়াম। এই স্টেডিয়ামে মাত্র ৫ হাজার দর্শক খেলা দেখতে পারেন। দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ডের বেলফাস্ট ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে ৬ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারে। আর তৃতীয় স্থানে আছে কানাডার ম্যাপল লিফ স্টেডিয়াম। এটির ধারণক্ষমতা ৭ হাজার।

:: কাগজ ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

ভারতে পালানোর জন্য সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন

ভারতে পালানোর জন্য সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App