×

গ্যালারি

লোকজ খেলা

সাতচাড়া

Icon

শাজিয়া তাইয়্যেবা

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাতচাড়া

সাতচাড়া, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন খেলা। তবে এখন খুব কম লোকই এই খেলাটি খেলে যার ফলে বিলুপ্তপ্রায়। সাতচাড়া সাধারণত ছেলেদের খেলা। এ খেলার প্রধান উপকরণ হচ্ছে- সাতটি চাড়া, একটি টেনিস বল, ৮-১০ জন মিলে খেলা যায়। খোলা মাঠ বা যানবাহন খুব একটা চলে না এমন অলিগলিতে সাতচাড়া খেলে আনন্দ পাওয়া যায়। ভাঙা হাঁড়ি বা কলসির টুকরা কিংবা পাতলা ইট বা পাথরের ৭টি চাড়া ওপর নিচে স্তম্ভ আকারে সাজানো হয়। দুটি দলে ভাগ হয়ে খেলতে হয়। খেলার আগে ‘শাম বাটা’ হয়।

স্তম্ভের ১০/১২ হাত সামনে থেকে দাগ দিয়ে একটি সীমানা দেয়া থাকে। তার ওপাশ থেকে একটি টেনিস বল চাড়াগুলোকে লক্ষ্য করে ছুড়ে দেয়া হয় যেন বলটি চাড়াগুলোকে আঘাত করে, কিন্তু একেবারে কমসংখ্যক চাড়া স্তম্ভচ্যুত হয়। বল ছোড়ার জন্য তিন দান থাকে প্রত্যেক খেলোয়াড়ের। চাড়া পড়ার সঙ্গে সঙ্গে যে দল চাড়া ফেলল তারা যে যেদিকে পারে দৌড় দেয়। কারণ প্রতিপক্ষ তখন বল নিয়ে যাকে কাছে পাবে তার গা সই করে মারবে।

বল গায়ে লাগলেই খেল খতম (আপাতত)। যারা বল লাগাল তারা ১ পয়েন্টে এগিয়ে যাবে। আবার চাড়া ফেলা দল এই বল মারামারির মাঝে চেষ্টা করে চাড়াগুলো আগের মতো একটির ওপর আরেকটি করে সাজাতে। পুরো ৭টি সাজাতে পারলে তারা পয়েন্ট পাবে (যদি এর মধ্যে বল গায়ে না লাগে)। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে এবং শেষে যার পয়েন্ট বেশি হয় সেই দল জিতে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন

দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App