দুর্দান্ত ফিনিশার বিরাট কোহলি
ওয়ায়েজ আহমেদ মাহিম
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অপেক্ষার অবসান হয়েছে। ১৭ বছর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। টানটান উত্তেজনার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ভারত। একই সঙ্গে ১৩ বছরের শিরোপা খরার আক্ষেপেরও অবসান হলো। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি খুইয়েছিল ভারত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই ম্যাচ শেষে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে নিজেই ঘোষণা দেন। এর আগে পাঁচ আসরে খেললেও শিরোপার দেখা পাননি বিরাট। শিরোপা জয় করেই অবসরে গেলেন এই তারকা। তবে বিশ্বকাপের শুরু থেকেই রান খরায় ভুগছিলেন ফাইনালের নায়ক বিরাট কোহলি। তার পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। পুরো বিশ্বকাপে তার ফর্ম নিয়ে যখন গোটা দুনিয়া প্রশ্ন তুলেছিল, তখন অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় থেকে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, ‘ফাইনালে রান পাবেন বিরাট।’ সেই কথা রাখলেন তিনি। কারণ, ‘হি ইজ সেভিং ইট ফর দ্য ফাইনাল।’ ম্যানেজমেন্ট কেন তার ওপর ভরসা রেখেছিল, ফাইনালে বুঝিয়ে দিয়েছেন বিরাট। সেমিফাইনাল পর্যন্ত ৭ ম্যাচে যেখানে তার রান ছিল মাত্র ৭৫! সেই তিনি ফাইনালে খেললেন ৫৯ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস। তাতে জিতলেন ম্যাচসেরার পুরস্কার। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার (১৬) পুরস্কার পেয়েছেন বিরাট। আর পুরস্কার হাতে নিয়ে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়ার ঘোষণা। এ রকম ফিনিশিং কয়জনই বা দিতে পারেন! বিশ্বকাপ জয়, ফাইনালের নায়ক, এরপর অবসর- এর চেয়ে ভালো চিত্রনাট্য আর কী হতে পারত। টি-টোয়েন্টি থেকে কোহলির বিদায়টা হলো রাজার মতোই। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম। সৃষ্টিকর্তা মহান। যখন দলের দরকার ছিল তখনই রান করলাম আমি। এটাই আমার শেষ। ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।’ ফাইনালে টপঅর্ডার ব্যর্থ হলেও অপর প্রান্তে বিরাট কোহলি ছিলেন ভারতের ভরসা হয়ে। আসলে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বিরাট কোহলিরা শুধু ব্যাটার নন, প্রতিষ্ঠান। জ¦লে উঠলে জ¦ালিয়ে দেন প্রতিপক্ষকে। ৫৯ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৬ রানের ইনিংসে এবার কোহলি স্বপ্ন ভাঙলেন প্রোটিয়াদের। তার ইনিংসেই ভারত পায় ১৭৬ রানের পুঁজি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেরই সর্বোচ্চ। কোহলি ফিফটি করেন ৪৮ বলে। পরে গতি বাড়িয়ে করেন ৫৯ বলে ৭৬। ২০১৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষেও ৫৮ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন কোহলি। এজন্যই তো তিনি কিং কোহলি, যিনি সেরাটা জমিয়ে রাখেন বড় মঞ্চের জন্য। ২০১০ সালের ১২ জুন জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারে ক্রিকেট গ্রাউন্ডে বিরাট কোহলির টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। আর বিদায় নিলেন ২৯ জুন ২০২৪-এ ব্রিজটাউনে বিশ্বকাপের ফাইনালে, ম্যাচসেরা হয়ে। একেই বলে রাঙিয়ে বিদায় নেয়া। সব মিলিয়ে কোহলি ভারতের জার্সি গায়ে খেলেছেন ১২৫ ম্যাচ।