×

গ্যালারি

বেলিংহাম কি পারবেন সর্বোচ্চ গোলদাতা হতে?

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বেলিংহাম কি পারবেন সর্বোচ্চ গোলদাতা হতে?
স্পেনের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি লা লিগায় এবারের মৌসুমে সর্বোচ্চ গোল করেছেন টেবিলের দ্বিতীয় শীর্ষে থাকা জিরোনার ফরোয়ার্ড আর্থেম ডভিক। মৌসুমে তার গোল সর্বোচ্চ ২০টি। তবে তার ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা শীর্ষস্থানীয় ক্লাব রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। বেলিংহামের গোল ১৮টি। তার মানে দলীয় প্রতিদ্ব›িদ্বতার পাশাপাশি ব্যক্তিগত প্রতিযোগিতাও তুঙ্গে উঠেছে বেলিংহাম ও ডভিকের। রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার বেলিংহামকে এবার দুটো লক্ষ্য সমান্তরালে তাড়া করছে। প্রথমত নিজের দলকে স্পেন চ্যাম্পিয়ন তথা লিগ শিরোপা এনে দেয়া। পাশাপাশি ব্যক্তিগত প্রতিদ্ব›িদ্বতায় সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতির শিরোপা গোল্ডেন বুট অর্জন। বেলিংহাম থেকে এগিয়ে থাকা আর্থেম ডভিক ছাড়াও তার কাছের প্রতিদ্ব›দ্বী ওসাসুনার ক্রোয়েশিয়ান প্রবীণ ফরোয়ার্ড আন্তে বুদিমির। ক্রোয়েশিয়ান অভিজ্ঞ আন্তে বুদিমির গত মৌসুমে সিজন ফাইনালে ওসাসুনার নায়ক ছিলেন। কারণ তার গোলগুলো নাভারার দলকে ২০২৩-২৪ মৌসুমে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগে একটি জায়গা পেতে সাহায্য করেছিল। তিনি ২০২২-২৩ মৌসুমটি ৩১ ম্যাচে আট গোল করে শেষ করেছিলেন এবং ইতোমধ্যে এই মৌসুমে আরো ভালো ছন্দে রয়েছেন। ফলে বেলিংহামের জন্য তিনিও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। লা লিগায় গোল্ডেন বুট পেতে হলে তাকে পরাজিত করতে হবে শীর্ষে থাকা জিরোনার ফরোয়ার্ড আর্থেম ডভিককে। পাশাপাশি তীব্র প্রতিদ্ব›িদ্বতা করতে হবে ওসাসুনার ফরোয়ার্ড আন্তে বুদিমিরের সঙ্গে। রিয়াল মাদ্রিদের হয়ে এবারের মৌসুমে লা লিগায় ২৬ ম্যাচে ১৮ গোল করেছেন বেলিংহাম। এছাড়া অ্যাসিস্ট করেছেন চারটিতে। অন্যদিকে ইউরোপের শীর্ষ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেলিংহামের গোল ৮ ম্যাচে চারটি। পাশাপাশি রয়েছে দুটি অ্যাসিস্ট। যদিও এটি সেরা গোলদাতা এমবাপ্পের গোলের চেয়ে সংখ্যায় অর্ধেক। এমবাপ্পে সেখানে করেছেন সর্বোচ্চ ৮ গোল। লা লিগায় জুড বেলিংহাম ও বুদিমিরের পর সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন ভিয়ারিয়ালের স্ট্রাইকার আলেকজান্ডার সরলদ। টুর্নামেন্টে তার গোল ১৫। এছাড়া সমান ১৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষ পাঁচে রয়েছেন হোতাফের ফরোয়ার্ড বেরজার মায়োরাল। শীর্ষ ছয়ে রয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আলভারো মোরাতা। লিগে তার মোট গোল ১৪।এর আগে গত মৌসুমেই সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতিস্বরূপ গোল্ডেন বুট উঠেছিল বার্সেলোনার ফরোয়ার্ড লেভানডভস্কির হাতে। এর আগে ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়েই গোল্ডেন বুট জয় করেছিলেন করিম বেনজেমা। :: মোহাম্মদ রিয়াজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App