×

গ্যালারি

ক্লাব পরিচিতি

লেস্টার সিটি

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লেস্টার সিটি
লেস্টার সিটি ফুটবল ক্লাব হলো ইংল্যান্ডের পূর্ব মিডল্যান্ডে শহর লেস্টার ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব যা ১৮৮৪ সালে লেস্টার ফসেস নামে গঠিত হয় এবং পরে ১৯১৯ সালে লেস্টার সিটি নামে পরিচিতি লাভ করে। ফস রোডের নিকট একটি মাঠে খেলা শুরুর মাধ্যমে। তারা ফিলবার্ট স্ট্রিটে স্টেডিয়ামে ১৮৯১ সাল থেকে খেলা শুরু করে। সেখানে তারা ১১১ বছর খেলে। পরবর্তীতে ২০০২ সালে নিকটবর্তী ওয়াকার্স স্টেডিয়ামে তারা খেলা শুরু করে। তবে এখন ৩২ হাজার ২৬২ দর্শকের ধারণক্ষমতা সম্পন্ন কিং পাওয়ার স্টেডিয়ামকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে। লেস্টার সিটির মালিকানায় আছে থাইল্যান্ডভিত্তিক শিল্পগ্রুপ কিং পাওয়ার। লেস্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াওয়াত শ্রীবর্ধনেপ্রভা। ম্যানেজার হিসেবে আছেন এনজো মারেসকা। লেস্টার সিটি একটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি এফএ কাপ, তিনবার লিগ শিরোপা এবং দুটি এফএ কমিউনিটি শিল্ড জিতেছে। যার মধ্যে ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার মাধ্যমে সবার আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এ জয়ের মাধ্যমে তারা প্রিমিয়ার লিগের শিরোপাধারী সপ্তম দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। তবে গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ায় বর্তমানে লেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। তাতে চলতি মৌসুমে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় আগামী মৌসুম থেকে আবারো প্রিমিয়ার লিগে ফেরার যোগ্যতা অর্জন করেছে তারা। লেস্টার সিটি পাঁচবারের মতো এফএ কাপে প্রতিদ্ব›িদ্বতা করলেও ২০২১ সালে প্রথমবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলতে পেরেছিল। তবে তারা ১৯৬৪, ১৯৯৭ ও ২০০০ সালে লিগ কাপ জেতার গৌরব অর্জন করে। "" কাগজ ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App