×

গ্যালারি

হালান্ডের অন্যরকম চ্যালেঞ্জ

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হালান্ডের অন্যরকম চ্যালেঞ্জ
ইউরোপিয়ান লিগ ফুটবলের অন্যতম সেরা আসর ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠ কাঁপাচ্ছেন নরওয়েজিয়ান তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। এবারের মৌসুমে সিটির হয়ে লিগে সর্বোচ্চ গোলের অধিকারী এই তারকা ফরোয়ার্ড। সিটির হয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচে সর্বোচ্চ ২৫টি গোল করেছেন তিনি। এর আগে গত মৌসুমেই হালান্ড সর্বোচ্চ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি গোল্ডেন বুট জিতেছিলেন। গত মৌসুমে হালান্ড প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে সর্বোচ্চ ৩৬ গোল করেছেন। ফলে এবার হালান্ডের সামনে সেই স্বীকৃতির মুকুট ধরে রাখার চ্যালেঞ্জ। তবে এবারের মৌসুমে হালান্ডের গোল্ডেন বুট জয়ের দৌড়ে কাছের প্রতিদ্ব›দ্বী চেলসির ফরোয়ার্ড কোল পালমার। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্লিং হালান্ডের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে গোল করে যাচ্ছেন। ৩১ ম্যাচে ২১ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে হালান্ডের দল ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে অবস্থান করছে। তার মানে লিগ শিরোপা জয়ের হাতছানিও বেশ কাছেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ফলে হালান্ডের সামনে বর্তমানে দুটি চ্যালেঞ্জ রয়েছে। একদিকে গত মৌসুমের গোল্ডেন বুট ধরে রাখা, অন্যদিকে দলের বর্তমান শিরোপা অক্ষুণ্ন রাখা। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের দৌড়ে আর্লিং হালান্ড ও কোল পালমারের সবচেয়ে কাছের প্রতিদ্ব›দ্বী অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্স। ভিলার হয়ে এবারের মৌসুমে ১৯টি গোল করেছেন তিনি। ফলে হালান্ডের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ আরো কঠিন হয়েই পড়েছে। এছাড়া ১৮ গোল করা বার্নেমাউথের ডমিনিক সোলানকে রয়েছেন শীর্ষ চারে। সমান ১৭ পয়েন্ট নিয়ে সেরার দৌড়ে পাঁচে রয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও নিউক্যাসলের আলেকজান্ডার ইসাক। প্রিমিয়ার লিগে সিটির হয়ে মাঠ কাঁপানো হালান্ড নিজের ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১৫-১৬ মৌসুমে ব্রাইটন ফুটবল ক্লাবের হয়ে। যেখানে ১৮ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। এরপর ২০১৭ সালে নিজ দেশের মোল্ডে ফুটবল ক্লাবে যোগ দেন। ২০১৯-২০ মৌসুমে রেড বুল সালযবার্গের হয়ে খেলেন তিনি। যেখানে ১৭ ম্যাচে ১৬ গোল করেন এই ফরোয়ার্ড। এরপর ২০২০-২২ সাল পর্যন্ত বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেন। ডর্টমুন্ডের হয়ে সর্বোচ্চ ৬২ ম্যাচে ৬৭ গোল করে নজর কাড়েন সবার। আর ২০২২-২৩ মৌসুমে প্রথমবারের মতো ম্যানসিটিতে এসেই প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। :: রিয়াজ উল্লাহ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App