×

গ্যালারি

দল ছাড়ার আগে জ্বলে উঠছেন এমবাপ্পে

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দল ছাড়ার আগে জ্বলে উঠছেন এমবাপ্পে
১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করলেও প্যারিসের উত্তর-পূর্ব শহরতলির কমিউন বন্ডিতে বেড়ে ওঠা ফুটবল বিশ্বের আরেক নক্ষত্র, যার পায়ের ড্রিবলিং, দ্রুতগতিতে বল ফিনিশিং দেয়ার জাদুতে মুগ্ধ পুরো ইউরোপ। যিনি সাধারণত খেলেন কেন্দ্রীয় আক্রমণের খেলোয়াড় হিসেবে। বলছিলাম ফরাসি স্ট্রাইকার কিলিয়ার এমবাপ্পের কথা। ২০১৫ সালে মাত্র ১৪ বছর বয়সে মোনাকোর সঙ্গে ক্লাব ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৬-১৭ মৌসুমে লিগ-১ শিরোপা জেতেন। সময়ের পালাবদলে ২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে, এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে ১৮০ মিলিয়ন ইউরো মূল্যের একটি চূড়ান্ত স্থায়ী স্থানান্তর চুক্তিতে স্বাক্ষর করেন, যা তাকে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় এবং সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল কিশোর খেলোয়াড়ে পরিণত করে। পিএসজিতে নেইমার এডিসন কাভানির সঙ্গে মিলে এমবাপ্পে ২০১৯-২০ মৌসুমে একটি ঘরোয়া কোয়াড্রপলসহ পাঁচটি লিগ, এক শিরোপা এবং তিনটি কোপা ডি ফ্রান্স জিতেছেন। এর পাশাপাশি ২০২০ সালে ক্লাবটিকে তিনি প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। পিএসজির হয়ে সর্বকালের সর্বোচ্চ ( ৩০৫ ম্যাচে ২৫৫ গোল) অ্যাসিস্টে সর্বকালের সেরা তৃতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে। এছাড়া তিনি লিগ-১ ইতিহাসে অষ্টম সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন। আন্তর্জাতিক মঞ্চে এমবাপ্পে ফ্রান্সের হয়ে ২০১৭ সালে ১৮ বছর বয়সে অভিষেক ঘটে। এমবাপ্পেই সেই খেলোয়াড়, যার কাছে পৃথিবীর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০১৮ বিশ্বকাপে গোল করার কৃতিত্ব রয়েছে, যা তাকে পেলের পর দ্বিতীয় কিশোরে পরিণত করেন। ফ্রান্স টুর্নামেন্ট জিতলে তিনি যৌথ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্বীকৃত হন। তিনি তার পারফরম্যান্সের জন্য ফিফা বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় এবং বছরের সেরা ফরাসি খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। তিনি ২০২১ সালে উয়েফা নেশন্স লিগে ফ্রান্সকে জয়ী করতে বড় অবদান রেখেছিলেন, তাতে আসরের ফাইনালে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছিলেন এমবাপ্পে। ২০২২ ফিফা বিশ্বকাপে ফ্রান্স আবার ফাইনালে পৌঁছালে আর তাতে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে এমবাপ্পের অর্জনের খাতায় নতুন করে গোল্ডেন বুট এবং সিলভার বল যুক্ত হয়। এ নিয়ে ফ্রান্সের হয়ে ৭৭ ম্যাচে ৪৬ গোলের দেখা পেয়েছেন ২৬-এ পা দেয়া এ কিংবদন্তি খেলোয়াড়। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতেই কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রকাশ করেছিল একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম তাতে গুঞ্জন আছে এ মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন। এরই মধ্যে ক্লাব পরিচালকদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। :: ফরহাদ শাকিব

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App