×

প্রথম পাতা

শেখ হাসিনার বিরুদ্ধে আরো চার মামলা

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার মিছিলে নির্বিচারে গুলির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত খিলগাঁও থানাকে তিনটি মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এছাড়া ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত আশুলিয়া থানাকে একটি অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই চার মামলারই প্রধান আসামি শেখ হাসিনা।

খিলগাঁও থানার তিন মামলা : আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রীতে মুদি দোকানি মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা কামাল হোসেন। এছাড়া ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় খিলগাঁও থানার বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়ে ১৪ বছরের কিশোর আশিকুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে আরেকটা হত্যা মামলা করেছেন নিহতের মা আরিশা আফরোজ। 

অন্যদিকে ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মুগদায় আবদুল বাছেদ শামীম নামে এক আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা করেন ভুক্তভোগী।

আশুলিয়া থানার মামলা : গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন সজলকে গুলি করে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার ভাই মিজানুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App