ফারুক সভাপতি
বিসিবিতে হলো পাপন যুগের অবসান
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নাজমুল হাসান পাপন
ক্রীড়াঙ্গনে গত কয়েকদিন ধরে গুঞ্জন, বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন। আর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক ফারুক আহমেদ। পাপনের আনুষ্ঠানিক পদত্যাগের মধ্য দিয়ে গতকাল সেই গুঞ্জনই সত্যি হয়েছে। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। সাবেক অধিনায়কদের মধ্যে ফারুক আহমেদ প্রথম ক্রিকেট বোর্ডের সভাপতি পদে অধিষ্ঠিত হলেন।
২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বপালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।
অন্যদিকে ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত, দ্বিতীয় মেয়াদে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকর ছিল না। পদত্যাগ করে বিদায় নিতে হয়েছিল তাকে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দুই কাউন্সিলর ছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুজনকে এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দুজনের মধ্যে জালাল ইউনুস ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আহমেদ সাজ্জাদুল আলম এখনো পদত্যাগ করেননি। জালাল ইউনুসের জায়গাতেই মূলত ফারুক আহমেদকে মনোনীত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মনোনীত হওয়ার পর উপস্থিত পরিচালকদের সিদ্ধান্তক্রমে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক এই ক্রিকেটার।
গতকাল সকাল ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভা শুরু হয়। নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বোর্ড সভায় অংশ নিতে মন্ত্রণালয়ে আসেন। সঙ্গে ছিলেন নাজমুল আবেদীন ফাহিমও। এছাড়া আরো বেশ কয়েকজন পরিচালক ইনাম আহমেদ, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠুকেও দেখা গেছে। পুরনো পরিচালকদের মধ্যে আরো ছিলেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরী। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভায় পরিচালক সদস্যদের অন্তত ৯ জন উপস্থিত থাকতেই হবে। সেই অনুযায়ী ৯ পরিচালকের উপস্থিতিতেই নতুন পরিচালক নির্বাচিত হন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে।
বিসিবির নতুন সভাপতি বলেছেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, মুখ উজ্জ্বল করা। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটকে একটা জায়গায় দেখতে চাই। এটা অনেক বড় একটা ব্যাপার। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। অনেকদিন ধরে কাজ হয়েছে, হয়নি, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন প্রধান কাজ হচ্ছে, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যেন অন্যদিকে মনোযোগ না নিই। তাহলে খেলা হিসেবে ক্রিকেট এবং দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে’।