এস আলমের শেয়ার যাবে সরকারের হাতে
নতুন পরিচালনা পর্ষদ হচ্ছে ইসলামী ব্যাংকে
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : চলমান পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংকের বাংলাদেশের নতুন পর্ষদ গঠন করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশির ভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেয়া হবে। পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে। আগামী দু-একদিনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান গভর্নর। তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশির ভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হবে। এরপর যদি ব্যাংকটি আগের পরিচালকরা (এস আলমের দখলের আগের পরিচালকরা) দুই শতাংশ করে শেয়ার কিনে পরিচালক হওয়ার শর্ত পূরণ করতে পারেন তবে তাদের কাছে পর্ষদ হস্তান্তর করা হবে।
আহসান এইচ মনসুর বলেন, যারা অর্থ আত্মসাৎ করে চলে গেছে তাদের ধারণকৃত শেয়ারগুলো বৈধভাবে হস্তগত করবে বাংলাদেশ ব্যাংক। এরপর সেগুলোর মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। যদিও এতে প্রকৃত ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না, তারপরও যতটুকু রিকভার করা যায়।
তিনি বলেন, ব্যাংকটিতে কীভাবে পর্ষদ পরিবর্তন হয়েছিল তা আমরা সবাই জানি। তবে এই মুহূর্তে আগের পর্ষদের কাছে দুই শতাংশ শেয়ার নেই। তাই তারা এখন আসতে পারবেন না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আপাতত ছোট পরিসরে একটি পরিচালনা পর্ষদ গঠন করে দেবে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে। ভবিষ্যতে কেউ দুই শতাংশ শেয়ার ধারণ করে আসতে পারলে তাদের কাছে মালিকানা হস্তান্তর করা হবে।
ইসলামী ব্যাংকের বর্তমান বোর্ড ভেঙে দেয়া হয়েছে কিনা- এমন প্রশ্নে গভর্নর বলেন, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা হবে। কোনো প্রাইভেট ব্যাংকের মালিকানা সরকার নেবে না, এটা সরকারের কাজও না। এস আলম গ্রুপ মোট কত টাকা ব্যাংক থেকে সরিয়েছে এমনটা জানতে চাইলে গভর্নর বলেন, এখনো আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি। বিষয়টি নিয়ে দুদক, সিআইডি এবং বিএফআইইউ একত্রে কাজ করছে।
বিভিন্ন ব্যাংকের ঋণ অনিয়মে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দায় আছে- সাংবাদিকদের এমন মন্তব্যে গভর্নর বলেন, আমি আসার আগে এসব ঘটনা ঘটেছে। আগামীতে এমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক, আমি চাই না। কারো যদি কোনো কথা থাকে, তাহলে আমার দরজা খোলা আছে। আমি শুনে যদি যৌক্তিক দাবি মনে হয়, তাহলে তা মানার চেষ্টা করব। কিন্তু অযৌক্তিক কোনো দাবি মানা আমার পক্ষে সম্ভব নয়। অসাধু কর্মকর্তাদের বিষয়ে তিনি আরো বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না। তবে আমরা চেষ্টা করছি পুনর্গঠন করার জন্য, যাতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী একই পদে দীর্ঘদিন না থাকে।
বিভিন্ন ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে কবে নাগাদ ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, এটা এক দিনের ব্যাপার নয়। আমি এসেই বড় রকমের নাড়াচাড়া দিতেও চাই না। কারণ, আমাদের হাতে অনেক কাজ। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে দেশের অর্থনীতিকে রক্ষা করা। বাংলাদেশ যেন খেলাপি না হয়, সেজন্য বিভিন্ন ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যেন প্রশ্ন না ওঠে, আমরা যেন অবনমিত না হই, সহযোগী ব্যাংকগুলোর সঙ্গে যেন আমরা সম্পর্কের উন্নতি ঘটাতে পারি, এসব নিয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। এছাড়া এস আলমের দখলেই রয়েছে ৮২ শতাংশ শেয়ার।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো একটি ব্যাংকে একক ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ারের মালিকানা নিতে পারে। ইসলামী ব্যাংক দখলের পর নামে-বেনামে ২৪ প্রতিষ্ঠানের অনুকূলে ১৩১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১৬৫টি শেয়ারের মালিকানা নিয়েছে এস আলম গ্রুপ, যা ব্যাংকটির মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ। এক্ষেত্রে ব্যাংকটির চেয়ারম্যান ও এস আলমের ছেলে আহসানুল আলমের মালিকানাধীন জেএমসি বিল্ডার্সের নামে শেয়ার রয়েছে ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮১২টি, যা ২ দশমিক শূন্য ১ শতাংশ। এছাড়া বিটিএ ফাইন্যান্স, প্যারাডাইস ইন্টারন্যাশনাল, এবিসি ভেঞ্চারস, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং, প্লাটিনাম এনডেভার্স, এক্সেলশিয়ার ইমপেক্স, গ্র্যান্ড বিজনেস, লায়ন হেড বিজনেস রিসোর্সেস, বিএলইউ ইন্টারন্যাশনাল, আর্মদা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভার্স, ইউনিগেøাব বিজনেস, সোলিভ ইন্স্যুরেন্স, হলিস্টিক ইন্টারন্যাশনাল, হাই ক্লাস বিজনেস এন্টারপ্রাইজ, ক্যারেলিনা বিজনেস, ব্রিলিয়ান্ট বিজনেস, ব্রডওয়ে ইম্পেক্স, পিকস বিজনেস, এভারগ্রিন শিপিং, ম্যারাথন ট্রেড ইন্টারন্যাশনাল, কিংস্টোন ফ্লাওয়ার মিলস ও পারসেপ্টা এনডেভার্স। এসব প্রতিষ্ঠানের নামে ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত শেয়ার রয়েছে।