ট্রাইব্যুনালে অভিযোগ
শেখ হাসিনার বিরুদ্ধে চার মামলা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৪টি মামলা হয়েছে। গতকাল সোমবার ও আগের দিন রবিবার রাতে ঢাকা ও চট্টগ্রামের আদালতে এ মামলাগুলো হয়। এছাড়া গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় সাবেক এই প্রধানমন্ত্রীসহ ২৭ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও মামলাগুলোতে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু, চসিক মেয়র রেজাউল করিম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে অভিযুক্ত করা হয়েছে।
ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে গতকাল সোমবার মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ অভিযোগ দায়ের করেন। দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে।
আন্দোলন চলাকালে লিটন হাসান লালু ওরফে হাসান নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। ভুক্তভোগীর ভাই মিলন হাসান বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলাটি করেন। শুনানিতে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) হিসেবে নিবন্ধন করার আদেশ দেন।
গত ৪ আগস্ট মিরপুর আইডিয়াল স্কুলের সামনে যুবদল নেতা আবদুল্লাহ কবির খান নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৬৭ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। নিহত কবির খানের স্ত্রী আফসানা আক্তার ইসলাম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ মামলা করেন। গতকাল সোমবার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার আদেশ দেন।
অন্যদিকে, শেরেবাংলা নগর থানার সামনে কাঠমিস্ত্রি তারেক হোসেন (১৮) হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারেকের মা ফিদুসী খাতুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে এ মামলা করেন। গতকাল শুনানি শেষে ম্যাজিস্ট্রেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। এছাড়া চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রবিবার রাতে নিহত ওয়াসিমের মা জোসনা আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেছেন। পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।