×

প্রথম পাতা

সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

Icon

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। বিষয়টি গতকাল বৃহস্পতিবার জানতে পারে ভোরের কাগজ।

প্রজ্ঞাপনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানিতে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতে রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

এছাড়া ওয়াশিংটনের প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় কাউন্সিলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা, নিউইয়র্কের তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। পরিচালক (সংস্থাপন) সবুজ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাকায় ফেরার নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App