কোটা আন্দোলনে শ্লীলতাহানি
সাংবাদিক সোনালির নিরাপত্তা নিয়ে শঙ্কা
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও শ্লীলতাহানির শিকার সাংবাদিক সেলিনা আক্তার সোনালি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সরকারপ্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারসহ নিজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। বর্তমানে নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় হেলথ রিসোর্ট হাসপাতালে নিউরোলজি চিকিৎসক ডাক্তার জাহেদ আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।
হাসপাতালের বিছানায় শুয়ে সোনালি জানান, তার গালে গ্যাস লাইটার দিয়ে পুড়িয়ে দেয়া ক্ষতের কারণে সিটি স্ক্যান করা সম্ভব হচ্ছে না। কারণ মেশিনে প্রবেশ করানো হলে ভেতরের তাপের কারণে ক্ষতটি বাড়তে পারে বলে ডাক্তারা আশঙ্কা করছেন।
তিনি জানান, তার মাথার বাম দিকে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। সমস্ত শরীর ব্যথায় ফুলে গেছে এবং তার মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। তিনি ঠিক মতো দাঁড়াতে পারছেন না। অন্যজনের কাঁধে ভর দিয়ে তাকে চলাফেরা করতে হচ্ছে। ওই দিনের
ঘটনায় জড়িত বিএনপি নেতা টিটুকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় সোনালি জানান, ওই ঘটনায় টিটু ছাড়াও ইকবাল, মামুন মাহমুদসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেও অজানা আশঙ্কা এবং নিরাপত্তাহীনতায় ভুগছে সোনালিসহ পুরো পরিবার।
উল্লেখ্য, সোনালি স্থানীয় দৈনিক সোজাসাপটা ও অনলাইন পোর্টাল বাংলার জমিনের সাংবাদিক। ওই ঘটনায় আরো দুুই নারী সাংবাদিককে মারধর করা হয়।