×

প্রথম পাতা

পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রত্যাহার হয়নি প্রত্যয়বিরোধী কর্মসূচি

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চলমান সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল বৈঠক করে।

বৈঠক শেষে অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ভোরের কাগজকে বলেন, আমরা আমাদের দাবি জানিয়েছি। দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। এ বিষয়ে আমরা সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রবিবার (আজ) রাতে আলোচনা করব। সেখানে আমাদের পরবর্তী করণীয় কী তা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আগের মতোই আমাদের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি চলবে। সুতরাং রবিবারও (আজ) আন্দোলন চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, কর্মবিরতি বন্ধ করার কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আগের মতোই আন্দোলন চলবে। রবিবার (আজ) মিটিংয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত হবে- আন্দোলন চলবে, নাকি চলবে না। তবে শিক্ষকদের মান-মর্যাদা সমুন্নত রাখতে উচ্চতর স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনই একমাত্র সমাধান বলে মনে করেন তিনি।

অন্যদিকে শিক্ষকদের মতো দাবি আদায়ের জন্য কর্মকর্তা-কর্মচারীদেরও সর্বাত্মক কর্মবিরতি চলবে বলে ভোরের কাগজকে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের মহাসচিব আব্দুল কাদের (কাজী মনির)। তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। সে বৈঠক ফলপ্রসূ হয়েছে কি না তা রবিবার শিক্ষকরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। এরপর আমরাও আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিব। তবে শিক্ষকদের মতো কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও সরকারকে বসতে হবে। প্রসঙ্গত, শিক্ষকরা মূলত ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে (জ্যেষ্ঠ সচিবরা যে ধাপে বেতন পান) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তন- এই তিন দাবিতে আন্দোলন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

আমি পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

আমি পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App