গাজার সেফ জোনে হামলায় নিহত ৭১
যুদ্ধবিরতির চুক্তিতে বাধা সৃষ্টি করছেন নেতানিয়াহু
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের ‘সেফ জোন’ আল-মাওয়াসিতে গতকাল শনিবার হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের সংখ্যা ৭১। এ ছাড়া ২৮৯ জন আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু সেখানেই এই হামলা করা হলো। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও পানি পরিশোধন ইউনিটকে লক্ষ্য করে হামলা চালায়। বেসামরিক প্রতিরক্ষা দল একটি আবাসিক ভবন থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টার সময় ইসরায়েলি বিমান আবারো ওই এলাকায় বোমাবর্ষণ করে। ইসরায়েলি এক কর্মকর্তা জানান, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্যবস্তু করতে এ হামলা চালানো হয়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে সেখানে ‘ভূমিকম্প’ আঘাত হেনেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে। ধ্বংসাবশেষের মধ্য থেকে হতাহতদের স্ট্রেচারে তোলা হচ্ছে। আহতদের মধ্যে শিশু ও প্যারামেডিকরাও ছিলেন। আহতদের নাসের ও কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কুয়েত ফিল্ড হাসপাতালের ফুটেজে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা মেঝেতে পড়ে আছেন। হামাসের একজন নেতা বলেন, এই হামলা থেকেই বোঝা যায় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে আগ্রহী নয়।
যুদ্ধবিরতির চুক্তিতে বাধা নেতানিয়াহু : হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। যুদ্ধবিরতি যেন হয় সেজন্য হামাস তাদের কঠিন শর্ত থেকেও সরে এসেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন এই চুক্তিতে বাধা সৃষ্টি করছেন।
ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে জানান, আলোচনা এখন যে অবস্থায় রয়েছে সেটি অব্যাহত থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে চুক্তি করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু নতুন করে যেসব শর্ত দিয়েছেন সেগুলো এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এমনকি থামিয়ে পর্যন্ত দিতে পারেন।
তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন, হামাস পরিকল্পনা পরিবর্তন করছে।
ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোয় গত শুক্রবার খবর প্রকাশিত হয়, নেতানিয়াহু আলোচনার ক্ষেত্রে নতুন করে শর্ত জুড়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো- গাজা ও মিসর সীমান্তবর্তী স্থানে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত রাখা হবে এবং গাজার উত্তরাঞ্চলে হামাসের কোনো যোদ্ধাকে ফিরতে দেয়া হবে না। কিন্তু নেতানিয়াহুর এসব শর্ত যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুল করে দিতে পারে।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি দাবি করেন ইসরায়েলই এই প্রস্তাবটি দিয়েছে। বাইডেন ওই সময় জানান, যুদ্ধবিরতি হলে গাজা থেকে ইসরায়েল তাদের সব সেনাকে প্রত্যাহার করে নেবে। কিন্তু এখন নেতানিয়াহু সেই অঙ্গীকার ভঙ্গ করছেন।
নেতানিয়াহুর কারণে যুদ্ধবিরতির এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি জিম্মিদের সংগঠন। তারা বলেছে, নেতানিয়াহু যে অবস্থান এখন নিয়েছেন এতে তারা শঙ্কিত এবং অবাক। সবকিছু বাদ দিয়ে এখন যুদ্ধবিরতির দাবি জানান তারা।
হেপাটাইটিসে আক্রান্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি : গাজায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ। হাজারো মানুষ বারবার বাস্তুচ্যুত হওয়ায়, এত বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
গাজার সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে কমপক্ষে ৭১ হাজার ৩৩৮ জন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ১৭ লাখের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ সরবরাহে বাধা দেয়ায় গাজায় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।