×

প্রথম পাতা

বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে

ড. সালেহউদ্দিন আহমেদ : সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাস্তবায়ন নিয়ে  যথেষ্ট সন্দেহ  রয়েছে

কাগজ প্রতিবেদক : অনেকটা অপরিবর্তিত অবস্থাতেই বাজেট পাস হয়েছে। বাজেটের যে দুর্বলতাগুলো ছিল- সেগুলোর সমাধান করা হয়নি। সুতরাং বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাজেটে এডিপির সাইজ কমাতে পারলে ভালো হতো। এডিপি কিছুটা কাটছাঁট করলে বাজেটে ঘাটতি কমে আসত। তাতে সরকারের ব্যাংক থেকে ঋণ নেয়ার মাত্রা কমিয়ে আনা যেত। অর্থাৎ অর্থের সংস্থান বাড়তি যা হতো তা দিয়ে উন্নয়ন বা অনুন্নয়ন খাতে ব্যয় করা যেত। এডিপি বাস্তবায়নে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এখানে দক্ষ, সৎ লোককে সঠিক জায়গায় বসানো হয় না, কাজের মূল্যায়ন করা হয় না- এটা পরিহার করতে হবে। মনিটরিং করতে হবে। পাশাপাশি সচ্ছতা ও জবাবদিহির আওতায় আনতে হবে।

সবচেয়ে বড় কাজ হচ্ছে- রাজস্বনীতি এবং মুদ্রানীতির মধ্যে সমন্বয় করতে হবে। সরকার খরচ করতে থাকবে, আবার বলবে সংকোচনমূলক মুদ্রানীতি করব। ব্যাংক ঋণের সুদের হার বাড়াবে, আবার বলবে ব্যবসা-বাণিজ্য স্থবির। এটা তো সাংঘর্ষিক। সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। এতে ব্যাংকগুলোর উপর চাপ বাড়ছে, যা মূল্যস্ফীতিকে আরো উসকে দিচ্ছে। দেশের ব্যবসায়িক উন্নতির দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। মূল্যস্ফীতি কমানোর বিষয়টি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক বা অর্থমন্ত্রীর কাজ না। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। অপচয় রোধ করতে হবে। কোনোভাবেই বাড়তি খরচ করা যাবে না। অপচয় রোধ করতে পারলে সাধারণ মানুষের উপর করের বোঝা কমবে।

সার্বিকভাবে শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ যা আছে সেটা ভালোভাবে মনিটরিং করতে হবে। এসব খাতে বরাদ্দ দেয়া হলেও তা খরচ করতে পারে না। এছাড়া দুর্নীতি তো আছেই। একই সঙ্গে পরোক্ষ করের উপরে নির্ভর না করে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই ঘটনার ১১ বছর পর আসাদুজ্জামান নূরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

সেই ঘটনার ১১ বছর পর আসাদুজ্জামান নূরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবো: উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবো: উপদেষ্টা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App