×
Icon ব্রেকিং
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

প্রথম পাতা

বেনজীরের জব্দ ৪টি ফ্ল্যাট খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 বেনজীরের জব্দ ৪টি ফ্ল্যাট  খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

কাগজ প্রতিবেদক : পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়েছেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন চারটি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা।

এর আগে গত ৬ জুন গুলশানের র‌্যানকন আইকন টাওয়ারে বেনজীরের এ চারটি ফ্ল্যাটসহ অন্য সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের আদেশ দেন আদালত। রিসিভার হিসেবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে দায়িত্ব দেয়া হয়। তবে ফ্ল্যাটগুলো পরিদর্শনকালে তিনি সেগুলো তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ভবনের দায়িত্বে থাকা কর্মচারীরা জানান, ফ্ল্যাটের মালিকদের কাছে চাবি রয়েছে, তারা এখানে থাকেন না এবং কোথায় আছেন তা-ও জানেন না। এই প্রেক্ষাপটে অভিযোগ-সংশ্লিষ্ট (বেনজীর পরিবার) ব্যক্তিদের অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে প্রবেশ, মালামালের ইনভেন্টরি, স্পেসের পরিমাপপূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে আদেশ চেয়ে আদালতে আবেদন করেন রিসিভার মো. মঞ্জুর মোর্শেদ।

গত ১২ জুন বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি ক্রোক করার আদেশ দেন আদালত। তার আগে গত ২৩ ও ২৬ মে দুই দফায় বেনজীর ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানের এই ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়কও নিয়োগ দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই এপিবিএন সদস্য গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই এপিবিএন সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App