×

প্রথম পাতা

১৩৯ উপজেলায় ভোট

ভোটার উপস্থিতি কম, বিচ্ছিন্ন সংঘর্ষ

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভোটার উপস্থিতি কম, বিচ্ছিন্ন  সংঘর্ষ
কাগজ প্রতিবেদক : বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, উত্তেজনা ও অনিয়মের ঘটনার মধ্য দিয়ে গতকাল বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম। যদিও অনেক জায়গায় বৃষ্টি ও ধান কাটার মৌসুম ভোটার কম হওয়ার কারণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দলীয় প্রতীকে ভোট না হওয়া ও বিএনপির বর্জনের কারণেও ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মনে করেন অনেকে। এদিকে সকালে ভোটার উপস্থিতি খুবই কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। ইসি জানিয়েছে- ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে প্রথম ধাপের নির্বাচনে। এই ধাপে ১৩৯ উপজেলার ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়েছে। ভোট শেষে শুরু হয় গণনা। সন্ধ্যার দিকে অনেক কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকে। রাত ৯টার দিকে অনেক উপজেলায় চূড়ান্ত ফলাফল পাওয়া যায়। ভোট গ্রহণ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে। কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যে কটি ঘটনা ঘটেছে- সব ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হয়েছে। ৩৪টি ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। এছাড়া ৩৭ জনকে আটক করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে সহিংসতা হয়নি, সহিংসতা হয়েছে কেন্দ্রের বাইরে। সহিংসতার কারণে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে, ঢাকার কেরানীগঞ্জের সোনাকান্দায় দুপুরের পর ব্যালট পেপার বুথের বাইরে আসায় ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোট কেনার সময় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-বিস্ফোরণে আহত হয়েছেন ১০ জন। খাগড়াছড়িতে কেন্দ্রের পরিবেশ ‘হুমকি’ মনে করায় ভোট গ্রহণ স্থগিত ছিল। অনিয়মের অভিযোগে জামালপুরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে জালভোট-বিশৃঙ্খলার অভিযোগে ৪ জন আটক হয়েছে। মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে পুলিশকে মারধর, ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে ৯০০টি ব্যালট পেপার বাইরে থেকে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এক প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। এ সময় সিল মারা ৬০০টি ব্যালট ও ৩০০টি ব্যালট সংবলিত তিনটি মুড়ি বই জব্দ করা হয়েছে। আটকের আগেই ওই ৩০০ ব্যালট পেপার বাক্সে ঢোকানোর কথা স্বীকার করেছেন ওই প্রিসাইডিং কর্মকর্তা। সুনামগঞ্জে সহকারী প্রিসাইডিং অফিসারসহ ৪ জন আটক হয়েছে। নরসিংদীতে কেন্দ্র দখলের চেষ্টা, দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়েছে। নারায়ণগঞ্জে কেন্দ্রের বাইরে ছাত্রলীগের জটলার পরই বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সিলেটে নিরুত্তাপ ভোটেকেন্দ্র দখলের চেষ্টায় উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি শান্ত হয়। ইসি জানায়, ভোটারের নিরাপত্তায় মাঠে ছিল ১৪ হাজার ৬১০ জন বিজিবি সদস্য, ৪১ হাজার ৫৩০ জন পুলিশ এবং পুলিশের ১১ হাজার ৮৮৩ জন ভ্রাম্যমাণ টিমের সদস্য। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও অন্যান্য দায়িত্বে রয়েছে পুলিশের ২৯ হাজার ২২০ জন সদস্য। র‌্যাবের দুই হাজার ৬৪৮ জন ও আনসারের এক লাখ ৫৯ হাজার ৮৭৪ জন সদস্য নিয়োজিত ছিলেন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ৪০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়। আর বিচারিক ম্যাজিস্ট্রেট ছিলেন ১৩৯ জন। প্রথম ধাপে ১১ হাজার ৫৫৬ কেন্দ্রের ৮১ হাজার ৮০৪ ভোটকক্ষের জন্য ভোটার ছিলেন ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন। এর মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ এবং ১৮৮ জন হিজড়া ভোটার ছিলেন। প্রসঙ্গত, গতকালের নির্বাচনে এক হাজার ৬৩৫ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী ছিলেন ৪৪০ জন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে মোট ২৮ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন। স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার ধাপে। প্রথম ধাপে ভোট গ্রহণ হয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদে। ২১ মে দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায়, ২৯ মে তৃতীয় ধাপে ১১০ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫০টির বেশি উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App